চলতি বছর SSC ও সমমান পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশ করা হয়েছিল সেখানে যারা কাঙ্খিত ফলাফল অসন্তষ্ট তারা পুনর্নিরীক্ষন আবেদন করতে পারবে।

এরই ধারা বাহিকতায় গত 29 জুলাই থেকে পুনর্নিরীক্ষনের আবেদন করা শুরু হয় শিক্ষা মন্ত্রনালয়ের নোটিস অনুযাই আজ

শুক্রবার 4 আগস্ট পরর্যন্ত চলবে পুনর্নিরীক্ষন আবেদন নির্ধারিত সময়ের পরে যদি কেউ ফলাফল পুনর্নিরীক্ষন করার জন্য

আবেদন করে তবে সেগুলো বাতিল করা হইবে।মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা মমন্ত্রনালয়ের একটি নোটিসে বলা হয়েছে,

চলতি বছর SSC ও সমমান পরীক্ষার ফলাফলে যারা ক্ষব্ধ ও অসন্তষ্ট তারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফলাফল

পুনর্নিরীক্ষনের আবেদন করে চাইলে দেখতে পারবে ।আবেদন শেষে বোর্ড কতৃপক্ষ তাদের খাতা গুলো আবার পুনরায় যাচাই বাচাই ও

পর্যবেক্ষন করে যারা আবেদন করেছে তাদের আবেদন গুলো নিষ্পত্তি করে দেয়া হবে বলে জানিয়েছেন বোর্ড কতৃপক্ষ।

আরো পড়ুনঃ যেই ভাবে আবেদন করতে হবে

পুনর্নিরীক্ষনে বলা হয়েছে শুধু মাত্র টেলিটক সিমের মাধ্যেমে শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষন আবেদন করতে পারবে, আবেদন করার জন্য

মুঠোফোন অথবা স্মার্ট ফোনের মেছেজ অবসনে গিয়ে RSC < Space > দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর < Space >

রোল নম্বর < Space > বিষয় কোড লিখে Send করতে হবে 16222 এই নাম্বারে। তার পরবর্তি SMS এর মাধ্যেমে জানিয়ে দেয়া হবে

কতো টাকা কেটে নেয়া হয়েছে তার আবেদন এর জন্য সেই সাথে একটি পিন কোড পাঠানো হবে আর আপনি এতে সম্যতো থাকলে

ফোনের মেছেজ অবসনে গিয়ে RSC < Space > Yes < Space > PIN < Space > Contact Number লিখে দিয়ে Send করতে হবে 16222 এই নাম্বারে।

একানে বলে রাখা ভালো যে ফলাফল পুনর্নিরীক্ষনের জন্য একই SMS এর মাধ্যেমে একাধিক বিষয়ের উপর একজন শিক্ষার্থী আবেদন করতে পারবে।

আর এ জন্য কমা (,) দিয়ে বিষয় কোড আলাদা লিখতে হবে পুরো বিষয়টি একটি উদাহরন এর মাধ্যেমে সকল শিক্ষার্থী দের কে

বোজানো হলো যেমন ধরুন ঢাকা রাজসাহী বোর্ডের একজন শিক্ষার্থী গনিত ও বিজ্ঞান এই দুইটি বিষয়ের উপর বোর্ড চ্যালেঞ্জ করবে

সে মেছেজ অবসনে গিয়ে লিখবে RSC < Space > RAJ < Space > Roll Number < Space > 101, 103, 105, 107 এভাবে বিষয়

কোড নাম্বার গুলো লিখে দিয়ে Send করতে হবে 16222 এই নাম্বারে। ফলাফল পুনর্নিরীক্ষনের জন্য প্রতিটি বিষয়ের জন্য 125 টাকা করে টেলিটক সিমের ব্যালেন্স থেকে কেটে নেয়া হবে।

আরো পড়ুনঃ SSC শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে

চলতি বছর 2023 সালে SSC ও সমমানের পরীক্ষা গুলোতে মোট GPA- 5 পেয়েছে 1 লক্ষ 83 হাজার 578 জন শিক্ষার্থী।

চলতি বছর SSC ও সমমানের পরীক্ষা 2023 গড়ে পাশের হার ছিল 80.39 শতাংশ গত 30 এপ্রিল শুরু হয়েছিল SSC ও

সমমানের পরীক্ষা 9টি সাধারন শিক্ষা বোর্ডের অধীনে SSC , মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ওকারিগরি শিক্ষা বোর্ডের অধীনে SSC ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 20 লাখের বেশি

MD Tofayel

View all posts

Add comment