SSC পরীক্ষা বর্তমানে শেষ হয়ে গিয়েছে শিক্ষার্থীরা এখন আনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কারন আর কিছুদিন পরেই তাদের ফলাফল প্রকাশ করা হবে।
ভবিষ্যৎ নিয়ে যে সকল ছাত্র ছাত্রিরা চিন্তা ভাবনা করে তারা এখন ভাবতেছে এই অবসর সময় টাতে কি করা যেতে পারে,
কি ভাবে কাজে লাগাতে পারে এই সময়। আজকে আমরা তোমাদের কে কিছু গুরুত্বপূর্ন পরামর্শ দিব। যে বিষয় গুলো
তোমরা চাইলেই খুব সহজে কাজে লাগিয়ে নিজের দক্ষতার বাড়াত পারো। একটি বিষয় কী তোমরা কখনো ভেবে
দেখেছ তোমাদের রেজাল্ট দিতে এখনো প্রায় ২ মাস বাকি। এর পর কলেজে ভর্তি হতেও বেশ কিছু দিন সময় লাকবে।
SSC Result 2023 Published date All Education Board
মোটা মুটি সব কিছু মিলিয়ে অনেক লম্বা একটি সময় পাচ্ছো ,এখন তোমরা এই সময় টাতে ফ্রি অছো, একটু চেস্টা করলেই এই সময় টাকে
তোমরা খুব ভালো একটা কাজে লাগাতে পারো। এক্ষেত্রে তোমরা SSC পরীক্ষার পরে কি কি কাজ করা যেতে পারে সে সকল বিষয় নিয়ে
তোমাদের সাথে আলচনা করবো। আমরা এখানে কথা বলবো তোমার দক্ষতা উন্যয়ন নিয়ে তুমি তোমার দক্ষতা উন্যয়ন করার জন্য কাজ করতে পারো
অর্থাৎ তোমার যদি কোন বিষয় সম্পর্কে জানার থাকে তবে সেগুলো তুমি জেনে নিতে পারো তবে আমাদের পরামর্শ থাকবে
বর্তমানে প্রতিযোগীতা মূলক জগতে তোমাকে টিকে থাকতে হলে নিযেকে একটু এগিয়ে রাখতে হবে। বিভিন্য বিষয় সম্পর্কে নিজেকে
দক্ষ হিসেবে গরে তুলতে হবে, তাই আমরা তোমাদের কে বলবো আনলাইন জগতের বিভিন্য কোর্স গুলো করতে পারো খুব অল্প টাকায়
অথবা বিনামূল্লে ইউটিউব থেকে এই কোর্স গুলো চাইলে করে নিতে পারো। যেমন এখানে তুমি গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতে পারো,
CPA মার্কেটিং, মাইক্রসফট Ms Word, মাইক্রসফট Excell, মাইক্রসফট Poweer Point ইত্যাদি বিষয় গুলোর উপর কোর্স করে রাখতে পারো।
নিজের স্কিল বারানোর জন্য তুমি আনেক কিছু শিখতে পারো যা তুমি এর আগে জানতে না এছারাও তুমি ওয়েব ডিজাইন,
ওয়েব ডেভলপমেন্ট এর বিভিন্য কাজ শিখতে পারো। তাছারাও তোমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ গুলো শিখতে পারো বর্তমান
মার্কেট সম্পর্কে জানার জন্য এবং ইনকামও করতে পারবা। আমরা তোমাদের পরামর্শ গুলো দিচ্ছি এই কারনে বর্তমানে তোমরা
SSC Result 2023 Published date All Education Board
পড়াশুনা করছো ভবিষ্যতে যখন পাশ করে বের হয়ে যাবা তখন দেখবা সার্টিফিকেট এর চেয়ে অভিগ্যতার দাম বেশি হবে।
তাই পড়া সুনার পাশাপাশি যদি তুমি কোন ব্যপারে নিজেকে তৈরি করতে পারো এবং সে ব্যাপারে নিযেকে অভিগ্যতা অর্জন করতে পারো
তাহলে দেখবা চাকরির বাজারে তোমাকে অনেক সুযোগ সুবিধা প্রদান করবে। কেননা বর্তমানে চাকরি হলো একটি সোনার হরিণ,
বেসরকারি চাকরিও বর্তমানে সে ভাবে পাওয়া যাচ্ছেনা। মাত্র আট দশ হাজার টাকা বেতনের চাকরি দিয়ে
তোমাদের কিছুই হবেনা তাই নিজকে প্রস্তুত করো ভবিষ্যৎ দুনিয়ায় যুদ্ধ করার জন্য যাতে করে তুমি ভালো
একটি চাকরি পেতে পারো আর নয়তো ভালো একটা অবস্থানে তুমি নিযেকে নিয়ে যেতে পারো।
Add comment