এসএসসি রেজাল্ট ২০২৩ আগামী কাল প্রকাশ হতে চলছে কোন বোর্ড কত GPA % পেয়েছে কোন বোর্ড সবচেয়ে বেশি ভালো ফলাফল করেছে কোন শিক্ষা বোর্ড A+ বেশি পেয়েছে তা জানবো।

এ বছর 2023 সালে মোট 20 লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে।এ বছর শিক্ষা বোর্ড গুলো

আলাদা আলাদা ভাবে প্রতোক বোর্ডের ফলাফল গুলো তৈরি করেছে। মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনে 3670 টি পরীক্ষা কেন্দ্রে 20 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে।

বেশ কিছু দিন আগেই ফলাফল গুলো তৈরি করে শিক্ষা মন্ত্রনালয়ের কাছে জমা দিয়েছে। এখন শিক্ষা মন্ত্রনালয়,

আগামী কালকে প্রকাশের অপেক্ষায় আছে। শিক্ষা বোর্ড জানিয়েছে প্রথমে অনলাইনের মাধ্যমে রেজাল্ট গুলো প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যেমে তারা তাদের ফলাফল গুলো দেখতে পারবে। যদিও এর আগে একবার ঘোষনা এসে ছিলো,

শিক্ষা মন্ত্রনালয় থেকে 28 তারিখ আনুষ্ঠানিক ভাবে এসএসসি ফলাফল প্রকাশ করা হবে। তবে শিক্ষামন্ত্রী

দিপু মনি সকাল 11 টায় একটি সংবাদ সম্মেলনে এসে পরীক্ষার ফলাফলের সকল যাবতীয় তথ্যগুলো জানাবেন।

আরো পড়ুনঃ এসএসসি নিয়ে বিভিন্য তথ্য

যে সকল শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীরা অংশ গ্রহন করেছিল

  • ঢাকা শিক্ষা বোর্ড
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ড
  • কুমিল্লা শিক্ষা বোর্ড
  • বরিশাল শিক্ষা বোর্ড
  • রাজসাহী শিক্ষা বোর্ড
  • সিলেট শিক্ষা বোর্ড
  • দিনাজপুর শিক্ষা বোর্ড
  • যশোর শিক্ষা বোর্ড
  • ময়মনসিংহ শিক্ষা বোর্ড
  • মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • কারিগরি শিক্ষা বোর্ড

এবছর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত GPA 5 এর তালিকায় আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো ফলাফল করেছে ঢাকা বোর্ড।

বেশির ভাগ শিক্ষার্থী এ প্লাস পেয়েছে যা অন্যান্য বোর্ড থেকে অনেক বেশি। তবে গত বছর ঢাকা বোর্ড এর ফলাফল এতটা ভালো ছিলো না।

এদিকে ভালো ফলাফল এর তালিকায় ২য় অবস্থানে রয়েছে রাজসাহী শিক্ষা বোর্ড।

শিক্ষার্থী দের সুবিধার জন্য A+ এর তালিকা গুলো তুলে ধরছি।

  • ঢাকা শিক্ষা বোর্ড = 49430 জন
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ড = 12791 জন
  • কুমিল্লা শিক্ষা বোর্ড = 14626 জন
  • বরিশাল শিক্ষা বোর্ড = 10219 জন
  • রাজসাহী শিক্ষা বোর্ড = 27709 জন
  • সিলেট শিক্ষা বোর্ড = 4834 জন
  • দিনাজপুর শিক্ষা বোর্ড = 17578 জন
  • যশোর শিক্ষা বোর্ড =16461 জন
  • ময়মনসিংহ শিক্ষা বোর্ড = 10092 জন
  • মাদ্রাসা শিক্ষা বোর্ড = 14313 জন
  • কারিগরি শিক্ষা বোর্ড = 5178 জন

শিক্ষার্থী দের সুবিধার জন্য পাশের শতকরা % হার এর তালিকা গুলো তুলে ধরছি।

  • ঢাকা শিক্ষা বোর্ড =93.15 %
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ড =91.12 %
  • রাজসাহী শিক্ষা বোর্ড =94.71 %
  • বরিশাল শিক্ষা বোর্ড =90.19 %
  • সিলেট শিক্ষা বোর্ড =96.87 %
  • যশোর শিক্ষা বোর্ড =93.09 %
  • দিনাজপুর শিক্ষা বোর্ড =94.80 %
  • কুমিলালা শিক্ষা বোর্ড =96.27 %
  • ময়মনসিংহ শিক্ষা বোর্ড =97.52 %
  • মাদ্রাসা শিক্ষা বোর্ড = 93.22 %
  • কারিগরি শিক্ষা বোর্ড =88.49 %

MD Tofayel

View all posts

Add comment