আলিম উচ্চ মাধ্যমিক পর্যায়ের Alim Routine 2023 প্রকাশ হয়েছে অর্থাৎ এ বছর যারা আলিম পরীক্ষা দিবে। তাদের জন্য রুটিন প্রকাশ করা হয়েছে।
এই বিষয় টি নিয়ে এখন তোমাদের সাধে আলোচনা করবো। আশা করি পুরো পোস্টটি মন দিয়ে পরবা। আলিম পরীক্ষা ২০২৩
যেই রুটিন প্রকাশ প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে আগামী ১৭ আগস্ট থেকে তোমাদের আলিম পরীক্ষা শুরু হতে যাচ্ছে
২ টি সুখবর এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে – জানুন সকল শিক্ষার্থী
এবং সেই ভাবেই সকল সময় সূচি রুটিন প্রকাশ করা হয়েছে। Alim Routine 2023 রুটিন প্রকাশে দেখা গেছে। পরীক্ষা শুরু হবে সকার ১০ টায়
এবং পরীক্ষা শেষ হবে দুপুর ১ টায়। এখানে দেখা গেছে তাদের জন্য বিকালে কোন প্রকার পরীক্ষার আয়োজন করা হবে না।
বলা হয়েছে রুটিনে এছারাও পরীক্ষার রুটিন বিশেষ কোন কারনে মাদ্রাসা বোর্ড কতৃপক্ষ পরিবর্তন করতে পারবে।
সেই ক্ষমতাও তাদের দেয়া হয়েছে। রুটিনে আরো বলা হয়েছে পরীক্ষার কেন্দ্রে কোন শিক্ষার্থী দেরি করে আসতে পারবে না,
সকল শিক্ষার্থী দেরকে সকাল ৯:৩০ মিনটের মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। কারন তাদের যাওয়ার সাথে
সাথেই CQ এবং MCQ এর উত্তর পত্র দিয়ে দেয়া হবে এবং সেখানে তারা তাদের রোল নাম্বার , রেজিস্ট্রেশন নাম্বার , বিষয় কোড
পরীক্ষার কোড ইত্যাদি লিখতে হবে এবং তাদের পরীক্ষা শুরু হবে সকাল ১০ ঘটিকায়। এক্ষেত্রে সকাল ১০:৩০ মিনিটে
শিক্ষার্থীদের খাতা নিয়ে নেয়া হবে, যেখানে উওর পত্র প্রদান করা হবে বহুনির্বাচনের এবং তার পর পরি সৃজনশীর লিখিত খাতা
প্রদান করতে হবে। পরীক্ষার কেন্দ্রে কোন শিক্ষার্থী মোবাইল ফোন ব্রবহার করতে পারবে না। তবে সাধারন সাইন্টিফিক্ট
ক্যালকুলেটর ব্যবাহার করতে পারবে শিক্ষার্থীরা, তাছারাও বার বার বলা হয়েছে সৃজনশীল বহুনির্বাচন এবং ব্যবহারকি অংশে
শিক্ষার্থীদের পৃথক পৃথক ভাবে পাশ করতে হবে। অর্থাৎ কোন শিক্ষার্থী যদি সৃজনশীল ফেল করে এবং আন্য সকল বিষয়
পাশও করে তবে উক্ত বিষয় শিক্ষার্থী কে ফেল দেখাবে। আর এসকল বিষয় শিক্ষার্থীদের আগে থেকেই চিন্তা ভাবনা করে
পরীক্ষা দিতে বলা হয়েছে। কুরআন মাজিদ পরীক্ষার মাধ্যেমে ১৭ আগস্ট মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক
ভাবেিআলিম পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার জন্য যেই রুটিন প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীদের সুবিধার জন্য রুটিনটি
তুলে ধরছি, তাছারা তোমরা যদি এখান থেকে রুটিন ডাউনলোড করে নতে চাও তাহলে সেটাও করে নিতে পারো।
Alim Routine 2023 – Download link


Add comment