মাধ্যমিক পর্যায়ের চলতি বছর এসএসসি পরীক্ষা 2022 আয়োজন করা হয়েছে নতুন নিয়মে। যেখানে কয়েকটি বিষয় পরিবর্তনের শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এক্ষেত্রে নতুন নিয়মে কত নম্বর পেলে কোন গ্রেড শিক্ষার্থীরা পাবে তা অনেকেই জানতে চাচ্ছে।

ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়েছে তাই এই বিষয়গুলো এখন শিক্ষার্থীদের জানা উচিত।

আরও পড়ুনঃ How to Check SSC Result 2022 With Marksheet

সবাই কম বেশি জানে তার পরীক্ষার ফলাফল কেমন হবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের

সর্বমোট 3 ভাবে পরীক্ষা নিয়েছে। 100 নম্বরের প্রশ্ন তৈরি করা হলো কিছু বিষয় 45 নম্বর উত্তর দিতে

হয়েছে কিছু বিষয়ে 50 নম্বর উত্তর দিতে হয়েছে আবার কিছু বিষয় 55 নম্বর উত্তর দিতে হয়েছে।

এক্ষেত্রে কত নম্বর পেলে শিক্ষার্থীরা এ প্লাস পাবে বা পাস করবে তাদের সুবিধার্থে নিচে তুলে ধরা হলো।

আরও পড়ুনঃ এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম

45 নম্বর যে সকল বিষয় শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তা হলো পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষিশিক্ষা গার্হস্থ্য অর্থনীতি।

৫৫ নম্বরে যে সকল বিষয় শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তা হল বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র গণিত হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ফিন্যান্স ও ব্যাংকিং অর্থনীতি ইতিহাস পৌরনীতি ভূগোল

এসএসসি পরীক্ষা 2022 50 নম্বরের পরীক্ষা দিয়েছে তা হল ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র ও বাংলা দ্বিতীয় পত্র।

55 নম্বরের মধ্যে কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে তা নিচে তুলে ধরা হলোঃ

  • A+ পেতে হলে 55 নম্বরের মধ্যে 44 পেতে হবে
  • Aপেতে হলে 55 নম্বরের মধ্যে 38.5 পেতে হবে
  • A- পেতে হলে 55 নম্বরের মধ্যে 33 পেতে হবে
  • B পেতে হলে 55 নম্বরের মধ্যে 27.5 পেতে হবে
  • C পেতে হলে 55 নম্বরের মধ্যে 22 পেতে হবে
  • D পেতে হলে 55 নম্বরের মধ্যে 18.33 পেতে হবে

50 নম্বরের মধ্যে কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে তা নিচে তুলে ধরা হলোঃ

  • A+ পেতে হলে 50 নম্বরের মধ্যে 40 পেতে হবে
  • Aপেতে হলে 50 নম্বরের মধ্যে 35 পেতে হবে
  • A- পেতে হলে 50 নম্বরের মধ্যে 30 পেতে হবে
  • B পেতে হলে 50 নম্বরের মধ্যে 25 পেতে হবে
  • C পেতে হলে 50 নম্বরের মধ্যে 20 পেতে হবে
  • D পেতে হলে 50 নম্বরের মধ্যে 16.5 পেতে হবে

45 নম্বরের মধ্যে কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে তা নিচে তুলে ধরা হলোঃ

  • A+ পেতে হলে 45 নম্বরের মধ্যে 36 পেতে হবে
  • Aপেতে হলে 45 নম্বরের মধ্যে 31.5 পেতে হবে
  • A- পেতে হলে 45 নম্বরের মধ্যে 27 পেতে হবে
  • B পেতে হলে 45 নম্বরের মধ্যে 22.5 পেতে হবে
  • C পেতে হলে 45 নম্বরের মধ্যে 18 পেতে হবে
  • D পেতে হলে 45 নম্বরের মধ্যে 15 পেতে হবে

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

4 comments