উচ্চ মাধ্যমিক পর্যায়ে HSC Exam 2022 প্রশ্নপত্র ১০০ নম্বরে তৈরি করা হলো শিক্ষার্থীদের উত্তর দিতে হচ্ছে 45, 50 এবং 55 নম্বরের।

যার মধ্যে কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে অনেক শিক্ষার্থী এখনো জানে না। আজকে আমরা শিক্ষার্থীদের

বিষয়গুলো তুলে ধরে। যেখানে কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে অর্থাৎ কত নাম্বার পেলে পাস করবে কত

আরও পড়ুনঃ ২ টি সুখবর HSC Exam 2022 উপলক্ষে – জেনে নেও

নম্বর পেলে শিক্ষার্থীরা এ প্লাস বা গ্রেড পয়েন্ট তুলে ধরা হলো। উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সকল বিষয়ের ব্যবহারিক খাতা

রয়েছে সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 45 নম্বর। যার মধ্যে সৃজনশীল থাকবে 30 নম্বর এবং বহুনির্বাচনি 15 নম্বর।

এখানে সৃজনশীল এবং নোইব্যক্তিক থেকে শিক্ষার্থীকে আলাদা আলাদা পাশ করতে হবে এবং ব্যবহারিক নেই এমন

বিষয় পরীক্ষা হচ্ছে 55 নম্বর যেখানে সৃজনশীল থাকবে 40 নম্বর বহুনির্বাচনি থাকবে 15 নম্বর। এখানেও সৃজনশীল ও নৈব্যক্তিক

থেকে আলাদা আলাদা পাশ করতে হবে শুধুমাত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে মাত্র 50 নম্বর।

এবার আমরা দেখি নেই কত নম্বর পেলে শিক্ষার্থীরা A+ A A- B C D গ্রেড পাবেন –

45 নম্বর এর মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড –

  • A+ পেতে হলে 45 নম্বরের মধ্যে 36 পেতে হবে
  • A পেতে হলে 45 নম্বরের মধ্যে 31.5 পেতে হবে
  • A- পেতে হলে 45 নম্বরের মধ্যে 27 পেতে হবে
  • B পেতে হলে 45 নম্বরের মধ্যে 22.5 পেতে হবে
  • C পেতে হলে 45 নম্বরের মধ্যে 18 পেতে হবে
  • D পেতে হলে 45 নম্বরের মধ্যে 15 পেতে হবে

50 নম্বর এর মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড –

  • A+ পেতে হলে 50 নম্বরের মধ্যে 40 পেতে হবে
  • A পেতে হলে 50 নম্বরের মধ্যে 35 পেতে হবে
  • A- পেতে হলে 50 নম্বরের মধ্যে 30 পেতে হবে
  • B পেতে হলে 50 নম্বরের মধ্যে 25 পেতে হবে
  • C পেতে হলে 50 নম্বরের মধ্যে 20 পেতে হবে
  • D পেতে হলে 50 নম্বরের মধ্যে 16.5 পেতে হবে

55 নম্বর এর মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড –

  • A+ পেতে হলে 55 নম্বরের মধ্যে 44 পেতে হবে
  • A পেতে হলে 55 নম্বরের মধ্যে 38.5 পেতে হবে
  • A- পেতে হলে 55 নম্বরের মধ্যে 33 পেতে হবে
  • B পেতে হলে 55 নম্বরের মধ্যে 27.5 পেতে হবে
  • C পেতে হলে 55 নম্বরের মধ্যে 22 পেতে হবে
  • D পেতে হলে 55 নম্বরের মধ্যে 18.33 পেতে হবে

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment