নতুন শিক্ষাক্রমে 2023 সালে স্কুল কলেজ নতুন নিয়ম এসেছে, এক্ষেত্রে ছয় মাস ক্লাস হবে তাদের এবং ছয় মাস ছুটি ঘোষণা করা হবে।

কীভাবে এই নিয়ম চালু করা হয়েছে, শিক্ষার্থীরা কবে কবে ছুটি পাবে সে বিষয়গুলো তুলে ধরছি। মাধ্যমিক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল

এবং কলেজের ক্ষেত্রে 2022 সাল থেকে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল পরীক্ষামুলক ভাবে অর্থাৎ সপ্তাহে দু’দিন বন্ধ পরীক্ষামূলকভাবে ছিল।

আরও পড়ুনঃ তিনটি উপবৃত্তি ঘোষণা এসএসসি ২০২২ পাস শিক্ষার্থীদের জন্য

কিন্তু 2023 সাল থেকে তা নিয়মিত কার্যকর করা হয়েছে অর্থাৎ এখন থেকে শিক্ষার্থীরা পাঁচদিন ক্লাস করবে এবং তাদের ২ দিন ছুটি ঘোষণা করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে একাডেমিক কার্যক্রম হিসেবে একাদশ শ্রেণির ক্লাস কার্যক্রম 1 ফেব্রুয়ারি শুরু হয় আগস্ট মাসে তাদের

বার্ষিক পরীক্ষায় আয়োজন করা হবে এবং 2023 সালে এইচএসসি পরীক্ষার্থীদের এপ্রিল মাসে নির্বাচনী পরীক্ষার আয়োজন করার কথা বলা হয়েছে।

2023 সালের স্কুল কলেজ এর ছুটির তালিকা দেখুনঃ

  • সরস্বতী পূজা – 26 জানুয়ারি
  • মাঘী পূর্ণিমা – 5 ফেব্রুয়ারি
  • শবে মেরাজ – ১৯ ফেব্রুয়ারি
  • শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি
  • শুভ দোলযাত্রা 7 মার্চ
  • শবেবরাত 8 মার্চ
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস 17 ই মার্চ
  • পবিত্র রমজান স্বাধীনতা দিবস বাংলা নববর্ষ শবে কদর ঈদুল ফিতর গ্রীষ্মকালীন ছুটি 23 থেকে 27 এপ্রিল পর্যন্ত
  • মে দিবস ১ মে
  • বুদ্ধ পূর্ণিমা 4 মে
  • পবিত্র ঈদুল আজহা 25 জন থেকে 6 জুলাই পর্যন্ত
  • হিজরী নববর্ষ ২০ জুলাই
  • আশুরা ২৯ জুলাই
  • জাতীয় শোক দিবস 15 ই আগস্ট
  • শুভ জন্মাষ্টমী 6 সেপ্টেম্বর
  • আখেরি চাহার সোম্বা 13 সেপ্টেম্বর
  • ঈদে মিলাদুন্নবী 28 সেপ্টেম্বর
  • দুর্গাপূজা ২০ অক্টোবর থেকে 28 অক্টোবর
  • কালীপূজা 12 নভেম্বর
  • বিজয় দিবস শীতকালীন ছুটি 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর
  • শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসংরক্ষিত ছুটি তিনদিন
  • সর্বমোট ৭১ একদিন ছুটি থাকবে

তালিকা PDF দেখুন

সব মিলিয়ে দেখা যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে 71 দিন বন্ধ থাকবে এর সাথে যদি সাপ্তাহিক বন্ধ দুইদিন করে যোগ করা হয় তাহলে এক বছরে 52 সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে 104 দিন

সর্বমোট যোগ করে দেখা যায় 175 শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং ছয় মাস কার্যক্রম প্রয়োজনে করা হবে।

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment