মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি ২০২২ রেজাল্ট তৈরি করছে। এগারটি শিক্ষা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 20 লাখের অধিক শিক্ষার্থী।
এত শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি করার বিষয়টি সময়সাপেক্ষ। নির্ভুলভাবে রেজাল্ট তৈরি করার জন্য শিক্ষা
বোর্ড দিনরাত কাজ করছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই রেজাল্ট প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের
আরও পড়ুনঃ ২০২২ সালের এসএসসি রেজাল্ট কত তারিখ দিবে ? বলল শিক্ষামন্ত্রী
নম্বর উন্নয়নের জন্য কোন ধরনের বাড়তি নম্বর দেয়া হবে কিনা জানতে চেয়েছিল শিক্ষার্থীরা। আমরা বিষয়টি
শিক্ষক এবং বোর্ড কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়েছে।
মূলত পরীক্ষা হয়েছে দুইটি ভাগে বিভক্ত হয়ে। একটি হচ্ছে নৈব্যক্তিক এবং অন্যটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন।
আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা ২০২২ কিভাবে রেজাল্ট দেখা যাবে ?
সৃজনশীল এর খাতা দেখে একজন শিক্ষক দেখে থাকে। শিক্ষক পরীক্ষার খাতা দেখেছে তাদের সাথে কথা
বলে জানা যায় তারা প্রায় 200 থেকে 300 খাতা প্রতি শিক্ষক পেয়েছে প্রতিটি বিষয়ে। এক্ষেত্রে তারা খাতা
দেখার সময় যথেষ্ট সুযোগ সুবিধা শিক্ষার্থীদের কে দিয়েছেন। যে সকল শিক্ষার্থীর লিখতে পেরেছেন এদেরকে
নম্বর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। যারা ভাল লেখেছে তারা সম্পূর্ণ নম্বর পেয়েছে। যারা কম লিখেছে
আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা ২০২২ কত % পাসের হার কোন বোর্ডে ?
তাদেরকে ততটুকুই নাম্বার দেয়া হয়েছে। কিন্তু এরপরও যেসব শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য ফেল করেছে
তাদের কেউই নম্বরটি দিয়ে দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে। এক্ষেত্রে বিভিন্ন শিক্ষকরা
বলে তারা 100 এর মধ্যে সর্বোচ্চ 10 থেকে 12 জন শিক্ষার্থী ফেল করেছে তাছাড়া বেশির ভাগ শিক্ষার্থী এ প্লাস
পাওয়ার যোগ্য ছিল। তারা যদি নৈবিত্তিক একটু ভালো করে তাহলে তার এ প্লাস পেয়ে যাবে। অন্য দিকে নৈবিত্তিক
আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা ২০২২ কত নম্বর পেলে কোন গ্রেড ?
এর সম্পূর্ণ বিষয়টি নিয়ে বোর্ড কর্মকর্তারা বলেন নৈব্যক্তিক এ বিষয়টিতে মেশিনের মাধ্যমে দেখা হবে। এখানে কোন
ধরনের নম্বর বাড়িয়ে দেওয়ার সুযোগ নেই কারণ এখানে যে নম্বরটা হবে সরাসরি তাদের কাজে ব্যবহার করা হবে।
কিন্তু রেজাল্ট প্রস্তুত করার সময় যদি শিক্ষা বোর্ড কর্মকর্তারা সৃজনশীল নম্বরের সাথে নৈবিত্তিক নম্বর যোগ করার
আরও পড়ুনঃ এসএসসি ২০২২ রেজাল্ট যেভাবে তৈরি করা হচ্ছে – জেনে নেও
পর্বে 1 বা 2 নম্বর বাড়িয়ে দেয় তাহলে তা দিতেই পারে। তবে এ বিষয়টি কখনই তারা প্রকাশ করবে না। তবে ধারণা
করা যাচ্ছে যদি কোনো শিক্ষার্থী 1 বা 2 নম্বরের জন্য ফেল করে বা গ্রেড মিস করে তখন তাদেরকে সেই নম্বরটি দিয়ে দেওয়া হবে।
Add comment