ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সুপারস্টার শাকিব খান ও তার ছেলে জয় কোন এক জায়গায় রাস্তার পাশে রাখা বেঞ্চে ঘুমাচ্ছে, সুপারস্টার শাকিব পাহারা দিচ্ছে।
এবং সুপারস্টার শাকবি খান পাসে বসে পাহারা দিচ্ছেন।দেখতে ঠিক এমন মনে হলেও বাস্তব চিত্রটা একটু ভিন্য,
এটি কোন সিনেমা বা কোন গল্পের কাহিনি নয় বাস্তব একটি ঘটনা।ছবিটি ঢাকাই সিনেমার আলোচিত নায়ক সুপারস্টার শাকবি খান।
নিজেই তার ইনস্টাগ্রমে প্রকাশ করেছেন।ক্যাপশনে তিনি লিখেছেন ছেলের প্রথম যুক্তরাষ্ট্র সফরের কথা।
ছবি দেখে স্পষ্ট ধারনা করা হচ্ছে ছেলে আব্রাহাম খান জয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরেছে বেঞ্চে।
আরো পড়ুনঃ সুপারস্টার শাকবি খান ও অপু বিশ্বাস নতুন তথ্য

তার পাসে রাস্তার ফুটপাতে বসে আছে বাবা সুপারস্টার শাকবি খান তিনিও যেন ক্লান্ত, আর এমন ছবি প্রকাশ করার পর ,
ভাইরাল নেট দুনিয়ায়।গত ৪ জুলাই প্রিয়তমা ছবি মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরের গেছেন সুপারস্টার শাকবি খান।
এর পর ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র যান অপু বিশ্বাস।সেখানে ছেলে আব্রাহাম খান জয়
শাকবি খান ও অপু বিশ্বাসকে নিয়ে বেস কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যেমে।
তাছারাও ছেলে জয় অপু বিশ্বাস এর সাথে ঘুরতে গিয়েছিল নিউইয়র্ক সেন্টারাল পার্কে সেখানেও তাদের সাথে ছিল বাবা সুপারস্টার শাকবি খান।
আগের দিন প্রকাশিত একটি সট ভিডিওতে দেখা গেছে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে ঘোড়ার গাড়িতে করে ঘুরছে,
এবং ক্যমেরার ওপাশ থেকে শাকিব খান ছেলে আব্রাহাম খান জয়কে পার্ক দেখাচ্ছে। ভিডিওটি শাকবি খান নিযেই ধারন করেছে বলে জানা গেছে।

সেই ভিডিও ইতিমধ্যেই প্রশংসায় ভাসছে ভক্তমহলে, যুক্তরাষ্ট্র সফরের পর কানাডায়ও ঘুরতে দেখাগেছে শাকবি খান ও অপু বিশ্বাসকে।
এবং সেখানেও তাদের সাথে ছিল ছেলে আব্রাহাম খান জয়। সেখানে কোন এক পার্কে ফায়ার ওয়ার্ক দেখছিলেন তারা,
তখন ফেসবুক লাইভেও আসেন অপু বিশ্বাস সেখানে 3 মিনিট 15 সেকেন্ড এর ভিডিওতে সুপারস্টার শাকবি খান
ও তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কথোপোকথন সোনা যাচ্ছিল।তখন ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে
পার্কে ফায়ার ওয়ার্ক দেখছিলেন শাকবি খান। আন্য দিকে 2008 সালের 18 এপ্রিল গোপনে বিয়ে হয় তাদের।
এমন কি সন্তানের কথাও গোপন রেখে ছিল তারা, এর পর 2017 সালে 10 এপ্রিল সন্তান সহ লাইবে এসে
সবাইকে সব কিছু জানান অপু বিশ্বাস এবং 2018 সালে 12 মার্চ তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
Add comment