বাংলাদেশ ক্রিকেটার সাইফউদ্দিন পিঠের চোটের ঘটনার যে সমস্যা সেটা পুরোনো। তবে এখন আবার সেই চোট নতুন করে আবার ফিরে আসার জন্য উন্নত চিকিৎসা নেয়ার জন্য

বিসিবি বাংলাদেশ ক্রিকেটার সাইফউদ্দিনকে পাটানো হচ্ছে কাতারে। কাতারের এসপেটার নামক এক স্পোর্টস মেডিসিনন হাসপাতালে

বাংলাদেশ পেচার বোলিং অলরাউন্ডারের চিকিৎসা করানো হবে। এছারাও সাইফউদ্দিন এর সাথে কাতারে যাচ্ছে আশিকুর ও অভিষেক দাস,

পেস বোলিং অভিষেক দাস ও পেসার আশিকুর জমান 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী দলের হয়ে খেলা পেস বোলিং

অভিষেক দাস অনেক দিন ধরেই তার পিঠের ব্যাথা নিয়ে ভুগছেন চোট সাথে নিয়েই লরে ছিলেন সর্বশেষ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ

একই সাথে ছিলেন আশিকুরও। খ্যতোনামা এই তিন জন ক্রিকেটারের মধ্যে খেলার ভিতরে ছিলেন মাত্র এক জন ক্রিকেটার সাইফউদ্দিনে।

আরো পড়ুনঃ খেলাধুলা সম্পর্কিত অপডেট তথ্য পেতে

সর্বশেষ ঢাকা প্রিমিয়াম লিগ খেলেছেন আবাহনীর হয়ে ক্রিকেটার সাইফউদ্দিন। তখন এই পেসার 12 ম্যাচ খেলে 19 উইকেট

নিয়ে ছিলেন তিনি এদিকে দির্ঘ দিন ধরে খেরায় নেই অভিষেক, অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর একই বছর

ঢাকাতে একটি প্রিমিয়াম লিগও খেলে ছিলেন তিনি এর পর থেকে তাকে আর কখনো খেলার মাঠে দেখেনি ভক্তরা, গত বছর

প্রথম বিভাগ ক্রিকেটে বেস কিছু ম্যচ খেলেছিলেন ব্যাটসম্যান হিসেবে। পেশাদার এই ক্রিকেটারের ক্যারিয়রে অভিষেক এর খেলা এটুকুই।

অপর দিকে আর এক পেশাদার ক্রিকেটার আশিকুর লাস্ট ক্রিকেট ম্যাচ খেলেছেন গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে,

তার পর ভারত দলের বিপক্ষ হয়ে টানা চার দিনের ম্যাচ খেলেছিলেন। তাছারাও এই ক্রিকেটার বিসিএলেও ছিলেন নিয়মিত

মূলতো তার পর থেকেই ভালো ভাবে আর কোন ম্যাচ খেলতে দেখা যায়নি তাকে। মাঝ খানে যেন হারিয়ে গিয়ে ছিল এই দুই ক্রিকেটার।

বর্তমানে শারীরিক ফিটনেস ঠিক রাখা ও উন্নত চিকিৎসা নেয়ার জন্য কাতার যাচ্ছেন সাইফউদ্দিন,আশিকুর জামান ও অভিষেক দাস।

MD Tofayel

View all posts

Add comment