হতো দরিদ্র সুবিধা বঞ্চিতদের ৬টি উপবৃত্তি শিক্ষার্থীদের কে আর্থিক ভাবে সহায়তা প্রদানের জন্য ৬টি উপবৃত্তি পাবে যা প্রদান করা হবে শিক্ষা মন্ত্রনালয় থেকে।
তোমাদেরকে আজকে আমরা ৬টি উপবৃত্তির বিভিন্য তথ্য গুলো সম্পর্কে জানাবো। এখন বর্তমানে যারা একাদশ শ্রেনীতে ভর্তি হবা
অর্থাৎ যাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে তোমরা এখন সামনে উপবৃত্তি জন্য আবেদন করতে পারবা। আমরা এখানে
তোমাদের কে আবেদন করার জন্য গুরুত্বপূর্ন যে সকল তথ্য গুলো রয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছি।
আরো পড়ুনঃ
- HSC Admission 2023 – একাদশ ভর্তি ২০২৩ কবে শুরু হবে ?
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ – SSC Board Challenge 2023
- ফেল থেকে পাস দেওয়া হচ্ছে – আবেদন করুন – SSC Result 2023
- SSC Result 2023 Marksheet With Number All Education Board
- কলেজ ভর্তি ২০২৩ কবে শুরু হবে ? অনলাইনে আবেদন
উপবৃত্তি নিয়ে আমরা এখন যে কথা গুলো বলবো তা হলো –
- প্রধানমন্ত্রী ট্রাস্ট ভর্তি শিক্ষা সহায়তা
- সরকারি বিভিন্য অর্থিক অনুদান সমূহ
- প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি
- প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সংখ্যালঘু উপবৃত্তি
- উপবৃত্তির মাধ্যম ডাচ-বাংলা ব্যাংক উপবৃত্তি
- SSC 2023 মেধা ও সাধারন উপবৃত্তি
প্রধানমন্ত্রী ট্রাস্ট ভর্তি শিক্ষা সহায়তা
এখন তোমরা যারা একাদশ শ্রেনীতে ভর্তি হবা এই ভর্তি হবার সাথে সাথেই প্রধানমন্ত্রী ট্রাস্ট ভর্তি শিক্ষা সহায়তা উপবৃত্তি কার্যক্রম শুরু হয়ে যাবে।
অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী ট্রাস্ট ভর্তি শিক্ষা সহায়তা উপবৃত্তি ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে।
আর যখন আবেদন শুরু হয়ে যাবে তখন আমরা তোমাদেরকে আবেদনের আট ডেট সকল তথ্য গুলো তোমাদেরকে জানিয়ে দিবো।

সরকারি বিভিন্য অর্থিক অনুদান সমূহঃ
এখানে যে সরকারি অর্থিক অনুদান প্রদান করার কথা বলা হয়েছে , এখানে সকল শিক্ষার্থীরা চাইলে আবেদন করতে পারবে।
তাছারা এখানে কোন প্রকার শ্রেনী নির্ধারন করে দেয়া হয়নি তাই বলা যায় ৬ষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষার্থীরা এখান আবেদন করতে পরেবে।
আর আমরা আশা করি এই আবেদন কার্যক্রম আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। অনলাইনের মাধ্যমে সকলকে আবেদন ফরম পূরন করতে হবে।
এখানে আবেদন করতে হলে যা কিছু প্রয়োজন হবে আমরা সব কিছু শিক্ষার্থীদের জানিয়ে দিব।
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তিঃ
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এর পক্ষ থেকে প্রতি বছর একাদশ শ্রেনীর ছাত্র ছাত্রিদের সমন্বিত ভাবে এই বৃত্তি প্রদান করা হয়।
তাছারা দুই বছর মেয়াদে শ্রেনীর ছাত্র ছাত্রিদের মাঝে এই টাকা গুলো প্রদান করা হয়।এখানে সকলে আবেদন করতে পরেবে কি কখন কি ভাবে
আবেদন ফরম পূরন করতে হবে সকল তথ্য গুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি। এখানে বলে রাখা ভালো কলেজে ভর্তিহওয়ার পর ছাত্র ছাত্রিরা এই ফরম পূরন করকত পাাবে।
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সংখ্যালঘু উপবৃত্তিঃ
আমাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এমন শিক্ষার্থীদের কে সংখ্যালঘু ৬টি উপবৃত্তি প্রদান করা হয়।
এই উপবৃত্তির জন্য সবাই আবেদন করতে পারবে যখন আবেদন শুরু হবে তখন আমরা আপনাদের কে জানিয়ে দিব।
উপবৃত্তির মাধ্যেম ডাচ-বাংলা ব্যাংক উপবৃত্তিঃ
উপবৃত্তির নোটিস প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক কতৃক প্রতিবছর ছাত্র ছাত্রিদের সমন্বিত ভাবে এই বৃত্তি প্রদান করা হয়।চলতি বছর ছাত্র ছাত্রিদের অনলাইনের মাধ্যেমে সর্ব মোট এখানে 6700 টাকা প্রদান করা হবে।
SSC 2023 মেধা ও সাধারন উপবৃত্তিঃ
2023 সলে যে সকল ছাত্র ছাত্রিরা ভালো ফলাফল করেছে অর্থৎ মেধা তালিকায় যারা শির্ষে রয়েছে তাদেরকে শিক্ষা মন্ত্রনালয় থেকে
মেধা উপবৃত্তি খুব সহজেই পেয়ে যাবে।এমন কি এজন্য তাদের কে কোন দরনের আবেদন করতে হবে না। স্বাভাবিক নিয়মেই
ছাত্র ছাত্রিরা এই মেধা বৃত্তি পেয়ে জাবে এবং খুব শিগ্রই মেধাবীদের ফলাপল অনলাইনের প্রকাশ করা হবে।

বিস্তারিত আরো পড়ুনঃ
- HSC Admission 2023 – একাদশ ভর্তি ২০২৩ কবে শুরু হবে ?
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ – SSC Board Challenge 2023
- ফেল থেকে পাস দেওয়া হচ্ছে – আবেদন করুন – SSC Result 2023
- SSC Result 2023 Marksheet With Number All Education Board
- কলেজ ভর্তি ২০২৩ কবে শুরু হবে ? অনলাইনে আবেদন
Add comment