উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা ২০২৩ আয়োজন নিয়ে বর্তমানে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা অনেক আন্দোলন করছে।

এর ফলস্বরূপ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রণালয় নিতে যাচ্ছে, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলব।

আর মাত্র কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা ২০২৩ আয়োজন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সে ক্ষেত্রে পরীক্ষা শুরু হওয়ার কথা হয়েছে, কিন্তু শেষ সময়ে এসে শিক্ষার্থীরা উপলব্ধি করতে পেরেছে তাদের সিলেবাস শেষ

করা হয়নি। তাই তারা এই মুহূর্তে পরীক্ষা দিতে চাচ্ছে না, তাদের পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়া হোক এবং তার সাথে ৫০ নম্বর

পরীক্ষায় আয়োজন করার দাবি তারা জানিয়েছে গত কয়েকদিন তারা রাজধানী সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছে।

এক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্দেশ্য ছিল শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা এবং তাদের পরীক্ষার ব্যাপারে জানানো।

আরও পড়ুনঃ

এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই বিষয়টি জানতে পেরেছে। কারণ এই আন্দোলনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে

সেই তথ্যগুলো পৌঁছেছে। এখন শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করলেও তারা দ্বিধেদ্বন্দ্বের মধ্যে রয়েছে।

তারা জানতে চাচ্ছে পরীক্ষা পেছানো হবে কিনা বা সেরকম কোন সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিবে কিনা।

এমন প্রশ্ন আমরা করেছিলাম শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাদের কাছে, সেই সকল সূত্রের মাধ্যমে আমরা

জানতে পেরেছি পরীক্ষা পেছানো এবং এ সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন।

সেখানে তিনি তার বক্তব্য জানাবেন এবং শিক্ষা মন্ত্রণালয় কোন যদি সিদ্ধান্ত গ্রহণ করেন তার আগে একটি বৈঠক আয়োজন করা হয়।

যেখানে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত থাকে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো বৈঠক আয়োজন করা হয়নি।

তাই ধারণা করা যাচ্ছে কোন ধরনের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হয় সেটা হয়তো বা তারা জানাবে,

কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না কোন কিছুই হবে। তবে শিক্ষার্থীরা যে ৫০ নম্বরে পরীক্ষা আয়োজন করার জন্য দাবি তুলেছে

সেটি যথেষ্ট যৌক্তিক, কারণ গত বছর শিক্ষার্থীদেরকে ৫০ নম্বরে পরীক্ষা নিয়েছে এখন শিক্ষা মন্ত্রণালয় চাইলে

কিন্তু পরীক্ষা 50 নিতে পারে। এটা সম্পূর্ণ তাদের বিষয়ে তবে আশা করা যাচ্ছে এ ব্যাপারে খুব শীঘ্রই তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন।

দুই একদিনের মধ্যে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে তিনি এইচএসসি পরীক্ষা ২০২৩ খুব ভালোভাবে

বুঝিয়ে দিবেন আশা করা যাচ্ছে সেই সংবাদ সম্মেলনে আমরা সবকিছু জানতে পারবো।

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment