শারীরিক ও ফিটনেসের পরীক্ষা দেবার জন্য শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে খুব সকাল সকাল একটা ক্রিকেটারদের দল চলে আসলো এবং সেখানে,
জাতীয় দলের ট্রেনার নিক লি ক্রিকেটারদের ফিটনেস ইয়ো ইয়ো টেস্ট গুলো নিয়েছেন। সেখান থেকে জানা গেছে আজ দুপুরে আরো একটি
ক্রিকেটারদের দল ইনডোরে একই পরীক্ষা দিয়েছেন। সেখানে 21-22 জন ক্রিকেটার শারীরিক ও ফিটনেসের পরীক্ষা দেবার জন্য আংশ নেন।
শারীরিক ও ফিটনেসের পরীক্ষায় আজকে ইয়ো ইয়ো মানদন্ড ধরা হয়ে ছিল 18.6 এবং সেখান থেকে আরো জানা গেছে
ফিটনেসের পরীক্ষায় সর্বোচ্চ 19.5 স্কোর উঠেছে এবং তাদের মধ্যে সর্বোচ্চ স্কোর গড়েছেন বাংলাদেশর জাতীয় দলের বাহাতি ব্যাটসম্যন নাজমুল হোসেন ।
আরো পড়ুনঃ খেলা সম্পর্কি নতুন নতুন আরো তথ্য পেতে

তাছারা 19.3 পেয়েছে তরুন পেসার তানজিম হাসান। বাকিরাও খুব একটা খারাপ করেনি, তবে নাকি বেসির ভাগ খেলোয়ার
নাকি 17 থেকে 18 স্কোর এর কাছা কাছি পেয়েছে। পর পর দুই দফা শারীরিক ও ফিটনেসের পরীক্ষা নেবার পর ট্রেনার নিক লি
গনমাধ্যমকে জানিয়েছেন সবারি পারফম্যান্স প্রায় একই রকম ছিলো। তিনি আরো বলেন এখানে এমন কিছু ক্রিকেটারও ছিল
যারা কখনো জাতীয় দলের আসে পাসেও ছিল না কেউ চোটে ছিল আবার কেউ দলের বাইরে ছিল তাদের স্কোর কিছুটা কম ছিল,
তবে বলা চলে সব মিলিয়ে কারো গতি কম ছিলো না। এখানে যারা ছিলো তারা সবাই মোটামুটি ভালোই করেছে বরে তিনি জানিয়েছেন।
ট্রেনার নিক লি গনমাধ্যমকে জানিয়েছেন সামনের দুই দিন ক্রিকেটারদের মেডিকেল পরীক্ষা রয়েছে আজ সকলের শারীরিক ও ফিটনেসের পরীক্ষা।
এবার 32 ক্রিকেটারদের এই দলের মধ্যে থেকে এশিয়া কাপের জন্য 21 থেকে 22 জনকে প্রাথমিক দল হিসেবে ঘোষনা করবেন নির্বাচকরা।
এর পর তাদেরকে নিয়ে আগামী 8 অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প, এবং এই সময়ের মধ্যে জাতীয় দলের কোচদের ঢাকায় এসে পৌছানোর কথা রয়েছে।
আরো পড়ুনঃ
- সবচেয়ে বেশি ফেল করছে যে শিক্ষা বোর্ড – SSC Result 2023
- কয়টার সময় এসএসসি রেজাল্ট ২০২৩ দেখা যাবে – জানুন
- All Board SSC Result 2023 Marksheet With Subject Number
- কোন বোর্ডে কত GPA 5 পেয়েছে ? SSC Result 2023
- কিভাবে এসএসসি রেজাল্ট ২০২৩ দেখা যাবে ? রেজাল্ট দেখার নিয়ম
Add comment