যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আলোচিত চিত্র নায়ক জায়েদ খান প্রায় দীর্ঘ ১মাস পর গত রোববার (30 জুলাই) আনুমানিক ভোর 4 টায় হজরত সাহজালাল

আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যম কর্মীদের কাছে বলেন আজ তার জন্মদিন। আলোচিত চিত্র নায়ক জায়েদ খানের

আজ জন্মদিন হওয়াতে সকাল থেকেই সোসাল মিডিয়ায় তার সব ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার পাশাপাশি

মিডিয়া কর্মির বিভিন্য তারকারাও তার জন্মদিন এর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। জায়েদ খান তার জন্মদিন উপলক্ষে কোন

পার্টি বা কোন অনুষ্ঠা করবেন কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছের গণমাধ্যম কর্মিরা। হজরত সাহজালাল

আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যম কর্মীদের কাছে আনন্দ প্রকাশ করে জায়েদ খান বলেন আজ আমার জন্মদির সেই সাথে

আপনারা সকলে এখানে এসে সত্যি আমাকে চমকে দিয়েছেন। আজ আমি অনেক খুশি প্রায় দির্ঘ ১মাস পরে আজ আমি

দেশের মাটিতে ফিরে আপনাদের সকলের ভালেঅবাসা এভাবে পাবো আশা করিনি সত্যি আজ আমার জন্মদিনের চমক হলেন আপনারা।

আরো পড়ুনঃ লিটন-শাকিব এর পর অফিফও এখন কানাডায়

কারন এতো কষ্ট করে বিমানবন্দরে অপেক্ষা করছেন এবং জায়েদ খানকে ভালোবাসা ও শুভেচ্ছো জানিয়েছে এটাও না কি তার জন্য বড় একটি পুরুস্কার।

আলোচিত এই অভিনেতা আরো বলেন আপনারা গণমাধ্যম কর্মিরা আছেন বলেই আমাদের এই খবর গুলো সবার কাছে পৌছে যায়।

আপনারা হলেন আমার পরম শ্রদ্ধা ভাজন বন্ধু। তিনি আরো বলেন বাংলাদেশে নাকি তার আরো কিছু কাজের চমক আছে

চিত্র নায়ক জায়েদ খান তার ভক্তদের আরো জানানঃ

সেটা নাকি তিনি এখন বলতে চাচ্ছেন না পরে বলবেন বলে জানিয়েছেন। জায়েদ খান তার পুরস্কার প্রপ্তি নিয়ে আরো বলেন

যুক্তরাষ্ট্র গিয়ে টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনার মতো সামর্থ আমার হয়নি। তাছারা টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে কি লাভ আমি জায়েদ খান

আমাকে সকলেই চেনে অ্যাওয়ার্ড কিনে মানুষকে দেখানোর তো আমার কিছু নেই বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন

আমিতো কোন রাজনৈতিক দল গঠন করবো না যে অ্যাওয়ার্ড কিনে তার পর সবার কাছে আমাকে জনপ্রিয় হতে হবে ।

বর্তমানে আমার পুরস্কার প্রাপ্তি নিয়ে নানা ধরনের গুজব ছরাচ্ছেন আসলে এগুলো করা ঠিক না। আর তাই আমি এই বিষয় নিয়ে

এখন আপাদতো তাদের কে কিছু বলতেও চাচ্ছি না। বর্তমান সমাজে ভালো কিছু করতে গেলে কিছু মানুষ আছে তারা বিভিন্য ধরনের কথাবার্তা বলে থাকেন

এ প্রসঙ্গে আলোচিত নায়ক জায়েদ কান আরো বলেন সমালোচনাতো তারাই করে যারা কোন কিছু পাওয়ার যোগ্যতা রাখেনা।

তিনি আরো বলেন আমি কষ্ট করেছি তাই আজ এ অর্জন আমার। আর যাদের সমালোচনা করাই মানুষের অভ্যাস তারাতো করবেই।

আপনি যতই ভালো ভালো কাজ করে থাকেন না কেন তারা কখনোই আপনার আলোচনা করবে না পিছনে বসে সুধু মানুষের

সমালোচনা করাটাই তাদের একপা পৈশাচিক অভ্যাস। এটা তারা কখনোই পরিবর্তন করতে পারেনা। যুক্তরাষ্ট্র থেকে বিমানবন্দর

নেমেই তিনি সেখান কার অরো কিছু অভিগ্যতার কথাও তুলে ধরেন এবং সব শেষে তিনি বলেন এখন থেকে তিনি কাজে পূর্ন মনোযগ দিবেন।

বিখ্যাতো নির্মাতা হান্নান পরিচালিত 2008 সালে “ভালোবাসা ভালোবাসা” সিনেমার মধ্য দিয়ে তিনি বাংলা চলচিত্রে পা রাখেন জায়েদ খান

এর পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বড়পর্দায় অভিনয় করার পাশাপাশি তিনি বিভিন্য বিজ্ঞাপনের মডেলিংও তিনি করেছেন।

MD Tofayel

View all posts

Add comment