বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন তামিম ইকবালের চোট সংক্রান্ত রিপোর্ট গুলো দেখার পর যেন মেজাজ গরম হয়ে গেল তার।

তামিম ইকবালের চোটের ব্যাপারে অবহেলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি, বিসিবির সভাপতি নাজমুল হাসান এর বাসায়

আজ এক বৈঠকের পর অধিনায়ক ছাড়ার ঘোষনা দেন তামিম ইকবাল নিযেই। এখন বর্তমানে তার যে অবস্থা তা নিয়ে

খেলাধুলা করা একেবারেই অসম্ভব বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিসিবির সভাপতি বলেন এই মুহুর্তে তমিমের নেতৃত্ব ছারাটাকে

বিসিবির জন্য বড় একটা ধাক্কা বলেও তিনি মনে করেন। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আরো উল্লেখ করে বলেন

আমরা আরো সবাইকে বলেছিলাম এবার এশিয়া কাপের অধিনায়ক থাকছে তামিম। কিন্তু সে নিযে থেকেই যেহেতু সিদ্ধান্ত নিয়েছে,

অধিনায়কত্ব ছেরেদেবার সেখানে আমার আর কিছু বলান নেই যেহেতু ওর চোটের রিপোর্ট গুলো আমি ভালো ভাবে পর্যবেক্ষন করে দেখেছি।

তবে নতুন অধিনায়ক এর কথা এখনি কিছু বলতে পারছিনা, আগামি ৪-৫ দিনের মধ্যে বসে আমরা একটা সিদ্ধান্ত নেবো কে হবে এবার এশিয়া কাপের অধিনায়ক।

তামিম ইকবাল যে অধিনায়কত্ব ছেরে দিচ্ছে এব্যপারে আগে থেকে জানতেন না। আজি তিনি এই বিষয়টি প্রথম সুনলেন,

এছারাও তামিম এর চোট যে এতটা ভয়াবহ হবে এটা তিনি ধারনা করেননি। দলের কথা, দেশের কথা চিন্তা করে তামিম কোন ম্যাচ খেলবেন

আর কোন ম্যাচ খেলবেন না বর্তমানে এই বিষয়টিও ওকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে যেটা আমার কাছে মনে হচ্ছে।

তামিমকে ঐ ভাবে যদি বলা হয় তাহলে ও হয়তো এশিয়া কাপ খেলে ফেলবে, কিন্তু শিয়া কাপ খেলতেগিয়ে ওর চোট আরো

খারাপ হলে স্থায়ী ক্ষতি হয়ে যাবে। তবে তামিম ইকবাল নিউজিন্যান্ড সিরিজ বিশ্বকাপে খেলবে এ নিয়ে পুরো পুরি আশাবাদী

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তামিম ইকবার সম্প্রতি চিকিৎসা করানোর জন্য দেশের বাইরে জাবার আগে

গনমাধ্যমের এটি সাক্ষাতকারে নিজের চোটের বিষয় নিয়ে বিভিন্য কথা বার্তা বলেন। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,

তামিম ইকবালের স্কানের রিপোর্ট এর আগে কখনো তিনি দেখেননি। তবে তামিম ইকবালের ঢাকাতে এমআরআই স্কান যা যা করেছিল

সবগুলোই আবার ভারতে, ব্যাংককে ও লন্ডনে করিয়েছেন। এবার সবার প্রথম দুবাই থেকে রিপোর্ট পাঠায় সেখানে দেখি বেশ কিছু সমস্য রয়েছে

আরো পড়ুনঃ কেমন ছিলেন অধিনায়ক তামিম ইকবাল

নাজমুল হাসান পাপন বলেন কেন তাকে আগে রপোর্ট পাঠানো হয়নি, এ বিসয় নিয়েও জানতে চায় নাজমুল। তখন তামিম

এব্যাপার নিয়ে বলেন আমার চোট কিন্তু 2020 সালের নভেম্বর থেকে আগে রিপোর্ট পাইনি রিপোর্ট পাঠানোর পর কেন তাকে জানানো হয়নি।

তিনি আরো বলেন এটা কারো সাথে হওয়া উচিৎ নয়। এরপর বিসিবির সভাপতি আরো বলেন এখনতো রিপোর্ট দেখে আমার

মাথা ও মেজাজ দুটোই গরম হয়ে গেছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেটি নিশ্চিত করতে হবে আমার তো মনে হচ্ছে কোন না কোন ভাবে

তামিমের চোটের প্রতি অবহেলা করা হয়েছে আর তাই এখন বিশ্বকাপের আগে এমন অবস্তায় পরতে হয়েছে এটা অবশ্য খুবই দুঃখ জনক।

MD Tofayel

View all posts

Add comment