ডারবান কালান্দেসের কাছে জিম-আফ্রো T-10 লিগে শ্বাসরুদ্ধকর একটি ম্যাচে মাত্র 2 রানে হেরে গেলেন মুশফিক এর দল জোবার্গ বাফেলোস।

মুশফিক দের জয়ের জন্য দরকার ছিল শেষ বলে 4 রান সেটি নিতে ব্যার্থ হলেন তারা, মাত্র 2 রানের জন্য হারতে

হলো তাদের।এর আগে আজমতউল্লাহ ওমরজাইয়ের টানা 4 বলে 4টি বাউন্ডারি মেরে দিয়েছে মুশফিকুর রহিম,

কিন্তু শেষ বলটি ব্যাটের সঠিক জায়গায় লাগাতে পারলেন না মুশফিকুর রহিম বাউন্ডারি মিচ করার ফলে মাত্র 2 রানের জন্য ম্যাচ হারতে হলো মুশফিকুর রহিমকে।

আর তাই 2 রানের জন্য হেরে মাঠ ছেরে বিদায় নিতে হয় জোবার্গের। এ যেন ছিলো কঠিন শ্বাসরুদ্ধকর করার মতো একটি ম্যাচ,

আরো পড়ুনঃএসএসসি পরীক্ষার পরবর্তীতে শিক্ষার্থীরা কি করতে পারে

মঙ্গলবার রাতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে টস হেরে গিয়ে আগে ব্যাট করতে নেমে কাঙ্খিত 10 ওভারে

3 উইকেট হারিয়ে 121 রান করতে সক্ষম হয় ডারবান।দলের সর্বোচ্চ 46 রান করেন সাইফার্ট,তাছারা ক্রেইন

আরভিন 30 রান এবং আসিফ আলী 31 রানে আপরাজিত থাকেন।কাঙ্খিত 122 রানের লক্ষ নিয়ে মাঠে খেলতে

নেমে মাত্র 28 রানের মাথায় দুইটি উইকেট হারিয়ে ফেলে জোবার্গ।

পরবর্তিতে ইউসুফ পাঠানের 32 রান এবং মোহাম্মাদ হাফিজ এর অর্জিত 30 রানের ইনিংসে জেতার লক্ষ পথে অনেকটাই এগিয়ে যায় তারা।

কিন্তু কিছুখন পরি মাঠ থেকে এই দুই জন ঘরে ফিরে গেলে আবারো ম্যাচটি কঠিন হয়ে পরে। খেলার পরিস্থিতি দারায় শেষ ওভারে দরকার 21 রানের।

শেষ ওভারে ব্যাট করতে আসেন মুশফিকুর রহিম শেষ ওভারের লাস্ট 5 বলে যখন 20 রান দরকার ঠিক তখন

স্ট্রাইকে আসেন মুশফিকুর রহিম,পর পর চার বলে 4টি চারের বাউন্ডারি মারেন মুশফিকুর রহিম।

ম্যাচ জেতার জন্য দরকার ছিল লাস্ট বলে 4 রান।তবে ব্যাটে বলে সঠিক সংযোগ না হওয়ার ফলে শেষের

বলটিতে বাউন্ডারি হাকাতে পারেনি মুশফিক এক রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মুশফিককে,

6 বল খেলে 18 রান করে অপরাজিত থাকনে মুশফিকুর রহিম, আর তাই মাত্র 2 রানে পরাজয় নিয়ে মাঠ ছারতে হয় জোবার্গকে।

MD Tofayel

View all posts

Add comment