গত 15 সেপ্টেম্বর চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সেখানে একটি পক্ষ প্রশ্নফাঁসের বিজ্ঞপ্তি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের নিকট থেকে টাকা সংগ্রহ করছে। পরীক্ষার আগের রাতে তারা প্রশ্ন দিবে এবং সে প্রশ্ন কমন পড়বে এবং তার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের 300 থেকে 1000 টাকা পর্যন্ত দিতে হবে।
আরও পড়ুনঃ পূজা চেরি কে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে শাকিব খা
সম্প্রীতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পড়েছে এরকম এক প্রতারক চক্র। যারা কিনা এসএসসি শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে প্রশ্ন ফাঁসের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু প্রশ্ন দিচ্ছে গত বছরে। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
যারা গ্রেপ্তার হয়েছে তারা বলেন ফেসবুকে টাকার বিনিময়ে লিংক দিতেন। গুগল থেকে আগের ছবি আগের বছরের প্রশ্নের সাজেশন দিলে তারা । পুলিশ বলছে প্রশ্নফাঁসের সক্ষমতা প্রতারকদের নেই। যেসব পরীক্ষার্থী এর পেছনে ছুটেন তাদের আইনের আওতায় আনা হবে বলে জানা গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশীদ বলেন অভিভাবকের দায়িত্ব তাদের পেছনে না ছুটে ছেলেমেয়েদেরকে পড়াশোনা করতে উৎসাহ দেওয়া। এরকম অনৈতিক প্রস্তাব পেলে শায়না দেওয়া উচিত না। যদি এরকম কোন অভিভাবক বা পরীক্ষার্থী এর পিছনে বেশি ভূমিকা থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Add comment