বান্দরবনে রুমা ও রোয়াংছড়ি উপজেলার আগামী মঙ্গলবার থেকে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন ধরনের পর্যটক ভ্রমণ করতে পারবেনা।

বান্দরবনে এলাকায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এই দুই উপজেলায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতি অবনতি হওয়ায় উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এই তথ্য জানান।

দুই উপজেলার প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন তারা নতুন সিদ্ধান্ত নিয়েছেন আগামী মঙ্গলবার থেকে এখানে কেউ প্রবেশ করবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

এর ফলে রুমাও রোয়াংছড়ি উপজেলা দেবতাখুম বগালেক রিজুক ঝর্ণা সহ পর্যটন স্থানে আসা যাওয়া থেকে বিরত থাকতে হবে।

রুমা উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিলন মাহমুদ জানিয়েছেন বর্তমানে দেশের পর্যটক ভ্রমণ করছে তাদের আগামী কাল দুপুরের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে।

পর্যটক প্রয়োজন এসব প্রতিষ্ঠানকে ভ্রমণরত পর্যটকের আগমন প্রত্যাশীদের মৌখিকভাবে জানিয়ে দেয়ার জন্য বলা হয়েছে আগামীকাল লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

পথের পর্যটকদের ভ্রমণে কেন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে জানতে চাইলে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ খুরশিদ আলম চৌধুরী বলেন নিরাপত্তা জনিত সমস্যা এবং আইন-শৃঙ্খলা অবরোধের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

3 comments