যশোর-বেনাপোল মহাসড়কের নতুন হাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে শুক্রবার রাত 9 টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

আর পড়ুনঃ চোখ উঠলে যা যা করতে সুস্থ হবে – স্বাস্থ্য টিপস

নিহতরা হলেন যশোর সদর উপজেলার গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ এবং দুর্গাপুর গ্রামের নাজিরের ছেলে আরমান ও আলমগীর হোসেনের ছেলে সালমান তারা সবাই সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। যাদের কিনা আগামী 6 নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

নিহতের আত্মীয় স্বজন জানায় এক মোটর সাইকেলে তিনজন এইচএসসি পরীক্ষার্থী ফিরছিলেন, পথিমধ্যে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে যশোর বেনাপোল মহাসড়ক নতুনহাট এলাকায় ইটভাটা কাছে পৌঁছালে বিপরীত দিকে আসা পরিবহনের সাথে ধাক্কা লাগে।

ঘটনাস্থলেই তিনজনের মধ্যে দুইজন মারা যায় এবং পরবর্তীতে সালমান নামে এক শিক্ষার্থী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ বিষয়ে যশোর কোতয়ালী থানার পরিদর্শক মনিরুজ্জামান বলেন মোটরসাইকেল 3 জনের মৃত্যু হয়েছে বাস-ট্রাকের দুর্ঘটনা ঘটেছে সেটা এখন পর্যন্ত প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment