এশিয়া কাপের ও বিশ্বকাপের জন্য বাংলাদেশের 32 জন ক্রিকেটারের একটি বিশেষ ক্যাম্প শুরু হচ্ছে আগামী কাল থেকে।সেই ক্যাম্প থেকেই এশিয়া কাপের জন্য

দল নেয়া হবে আগস্ট এর প্রথম সপ্তাহে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের একজনপ্রধান নির্বচাক মিনহাজুল আবেদিন।

মিরপুর-২ শেরেবাংলা স্টেডিয়ামে আজকে এসব কথা জানিয়েছেন তিনি, ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন শুরুতেই বলেন ফিটনেস ক্যাম্পাস,

আমাদের ফিটনেসটি চালু হতে যাচ্ছে 3 তারিখ ইয়ো ইয়ো টেস্ট আছে।সেখানে আমরা দেখাতে চাচ্ছি, খেলোয়ার দের

ফিটনেসটা আসলে কোন পর্যায় আছে বর্তমানে আমরা 32 জন খেলোয়ার তৈরি করছি.ওরা ইয়ো ইয়ো টেস্ট করে জাবে এর

পর থেকেই ইস্কিল। অনুশীলন শুরু হবে আগামী ৮ তারখি থেকে। তিনি আরো বলেন এর আগে 5-6 তারিখ এর দিকে 21 বা 22

জনের একটি দল দেব। আর আমি আশা করি ওরাই স্কিল করতে সক্ষম হবে এশিয়া কাপের জন্য।

আরো পড়ুনঃ লিটন-শাকিব এর পর অফিফও এখন কানাডায়

ছুটি কাটিয়ে ক্যম্পে ফেরা ক্রিকেটার দের ফিটনেস নিয়ে প্রধান নির্বাচক বলেন খেলোয়ার দের ফিটনেস নিয়ে বেসি ভাবছে টিম ম্যানেজমেন্ট,

স্টান্ডার্ট ফিটনেচতো দেখতে হবে, আনেক দিন হলো প্রথম শ্রেনী ‍প্রিময়িার লিগ শেষ হয়েছে। বেশ লম্বা একটা ছুটি কেউ কেউ ইমাজিং শেষ করেছে,

আবার কেউ বা টাইগার ক্যাম্পে ছিল। আমরা একটু দেখতে চাইছি কেমন আছে এছারাও তামিম ইকবাল এর শারিরীক

ফিটনেস গুলো দেখতে চায় নির্বচকরা।তবে এখনও পর্যন্ত মেডিকেল থেকে কোন আপডেট পাওয়া যায়নি, কিন্ত আমরা আশা করি,

দল তৈরি করার আগে খুব ভালোএকটা রিপোর্ট পাবো এটা আমরা আশা করি। তামিম অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে খুব তারা তারি।

প্রধান নির্বাচক মিনহাজুর আবেদিন বিসিবি

জাতীয় দল ক্রিকেট টাইগারদের অনেকেই থাকছেনা ক্যাম্পের শুরুতে, লিটন দাস ও আফিফ হোসেন T-20 লিগ খেলছেন কানাডায়।

এদিকে ছুটিতে আছে সাকিবাল হাসান, তাওহিদ ইসলাম ও শরীফুল ইসলাশ লঙ্কা প্রিমিয়া লিগের জন্য। অন্য দিকে তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম

জিম আফ্রো T-20 লিগ খেলা শেষ করে কিছু দিন বিশ্রাম নিয়ে ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে। প্রধান নির্বাচক

মিনহাজুর আবেদিন বিষয়টি ইতিবাচক ভাবে দেখছে।খেলাধুলায় ভালো, ভালো পাফরম্যান্সের কারনে খেলোয়াড়দের কদর বারছে দিন দিন।

তাছারা তাদের ভালো ভালোপাফরম্যান্স আছে বলেই বিভিন্য ফ্র্যাঞ্চাইজি লিক গুলো খেলার জন্য প্রতি নিয়ত ডাক পাচ্ছেন আনেক খেলোয়ার।

অন্য দিকে বিপিএলে আরো ভালো পারফর্ম করে ফ্র্যাঞ্চাইজি লিক গুলো খেলার জন্য প্রস্তুতি নিবেন তারা এবং আমরা আশা করি বাংলদেশ ক্রিকেটার দের জন্য এটা খুবি ভালো হবে।

MD Tofayel

View all posts

Add comment