বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারাদেশে প্রতিটি জেলায় সকল প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিচে তুলে ধরা হলোঃ
  • প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • পদ সংখ্যাঃ 553 টি
  • আবেদন প্রক্রিয়াঃ অনলাইনের মাধ্যমে
  • আবেদন শুরুঃ 1 অক্টোবর 2022
  • আবেদনের শেষ তারিখঃ 10 নভেম্বর 2022

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পথগুলো হলো

  • পদের নামঃ থানা / উপজেলা প্রশিক্ষক
  • পদ সংখ্যাঃ 269 টি
  • বেতনঃ 9700 থেকে 23490 টাকা
  • বেতন গ্রেডঃ 15
  • শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রী
  • পদের নাম: স্টাফ ফটোগ্রাফার
  • পদের সংখ্যা: একটি
  • বেতন: 10200 থেকে 24680 টাকা
  • বেতন গ্রেড: 14
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রী আলোকচিত্রবিদ্যা ডিপ্লোমা ডিগ্রি
  • পদের নাম: ড্রাফটসম্যান
  • পদের সংখ্যা: একটি
  • বেতন: 10200 থেকে 24,680 টাকা
  • বেতন গ্রেডঃ 14
  • শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রী
  • পদের নামঃ উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা
  • পদ সংখ্যাঃ একটি
  • বেতনঃ 9700 থেকে 23490 টাকা
  • বেতন গ্রেডঃ 15
  • শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী বা সমমান ডিগ্রী
  • পদের নামঃ হেবিকেল মেকানিক
  • পদ সংখ্যাঃ একটি
  • বেতনঃ 9700 থেকে 23490 টাকা
  • বেতন গ্রেডঃ 15
  • শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণীর বা সমমান ডিগ্রি
  • পদের নামঃ সারেং:/ লঞ্চ ড্রাইভার
  • পদ সংখ্যাঃ দুটি
  • বেতনঃ 9700 থেকে 23490 টাকা
  • বেতন গ্রেডঃ 15
  • শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণীর বা সমমান ডিগ্রি
  • পদের নামঃ নার্সিং সরকারি
  • পদ সংখ্যাঃ 17 টি
  • বেতনঃ 9300-22490 টাকা
  • বেতন গ্রেডঃ 16
  • শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক বা সমমান ডিগ্রী
  • পদের নামঃ কম্পিউটার ও পাম্পার
  • পদ সংখ্যাঃ দুইটির
  • বেতনঃ 9300-22490 টাকা
  • বেতন গ্রেডঃ 16
  • শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক বা সমমান ডিগ্রী

প্রার্থীর বয়সঃ আবেদনকারী প্রার্থীর বয়স 14 অক্টোবর  2022 তারিখে 18 থেকে 30 এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযুদ্ধ সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স নূন্যতম 32 বছর।

আবেদনের সময়সীমাঃ অনলাইনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবে 11 অক্টোবর থেকে আবেদন শুরু 10 নভেম্বর আবেদন তারিখ শেষ।

আবেদন ফিঃ 1 থেকে 8 নং প্রার্থী কে 200 টাকা এবং 9 নং প্রার্থীকে 100 টাকা নগদ এর মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন করার পদ্ধতিঃ অনলাইনে মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবে। আবেদনকারী প্রার্থীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা

বাহিনী ওয়েবসাইটে প্রবেশ করে লিংকে http://ansarvdp.gov.bd/ গিয়ে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন করতে পারবে।

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment