কিছুক্ষণ আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে চলতি বছরে এইচএসসি পরীক্ষা ২০২৩ স্থগিত। এক্ষেত্রে আগামী ১৭ তারিখে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু এখনো পরীক্ষা শুরু হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
চলতি বছরে এইচএসসি পরীক্ষা ২০২৩ আগামী ১৭ তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের
কারণে কয়েকটি বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছনের সিদ্ধান্ত নেয়া হয়েছে অর্থাৎ তাদের
স্বাভাবিক নিয়মে পরীক্ষা হচ্ছে না। তাদের পরীক্ষার জন্য নতুন রুটিন তৈরি করা হবে।
কিছুক্ষণ আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংযোগ দিয়ে প্রকাশ করা হয়। যেখানে শিক্ষা মন্ত্রণালয়ে গণসংযোগ
কর্মকর্তা মোঃ আব্দুল খায়ের প্রেরিত বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। তিনি আরো বলেন সকল শিক্ষা বোর্ডের
অধীনে পরীক্ষা চলমান থাকলেও শুধুমাত্র তিনটি বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
আগামী ১৭ তারিখ থেকে তাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সে পরীক্ষার হচ্ছে না। তাদের পরীক্ষা বন্যার কারণে পিছিয়ে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ১৭ তারিখের পরীক্ষা আগামী ২৭ তারিখের থেকে চলমান থাকবে অর্থাৎ ২৭ তারিখ থেকে নরমাল ভাবে
পরীক্ষায় আয়োজন করা হবে। যে পরীক্ষা নেওয়া যায় নি সে পরীক্ষাগুলো জন্য নতুন রুটির তৈরি করবে।
যে বোর্ডগুলোতে পরীক্ষা হবে না তা হল
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড
- মাদ্রাসা শিক্ষা বোর্ড
- কারিগরি শিক্ষা বোর্ড
অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি জানিয়েছে অন্যান্য বোর্ড গুলোর পরীক্ষা স্বাভাবিক ভাবে চলমান থাকবে।
সেই পরীক্ষা স্থগিত হবে না বা কোন সমস্যা হবে না। সে পরীক্ষা চলমান থাকবে স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা
পরীক্ষা অংশগ্রহণ করবে এবং এখানে যদি কোন ধরনের সমস্যা তৈরি হয় তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা পরীক্ষা পেছনে যাবে। এটা আন্দোলন করলেও এই মুহূর্তে কোন আন্দোলনের ফলাফল সেরকম ভাবে দেখা যায়নি।
শুধুমাত্র পরীক্ষা স্থগিত করা হচ্ছে কয়েকটি শিক্ষা বোর্ডের অধীনে তাও শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারণে।
Add comment