একটি বড় দুর্ঘটনার শিকার হয়েছে ইন্দোনেশিয়া । ইন্দোনেশিয়া পূর্বঅঞ্চল মালাং শহরে একটা ফুটবল খেলার সংঘর্ষের ঘটনায় পদদলিত হয়ে ঘটনাস্থলে 129 জন নিহত হন এবং আহত হয়েছেন 200 জন। গত শনিবার 1 অক্টোবর রাতে শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়াম এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ বিশ্বের সেরা 10 ধনী তালিকা প্রকাশ 2022 – Top 10 rich people
পূর্ব জাভা পুলিশের প্রধান অফিসার আফিন্তা গণমাধ্যমকে জানান পূর্ব জাভা প্রদেশের শনিবার রাতে আরেমা এফসি এবং পার্সেবায়া সুরাবারা মধ্যকার ম্যাচটি শেষ হয় পরাজিত দল সমর্থক রা পরবর্তীতে মাঠে আক্রমণ করে । তাদের আটকাতে পুলিশ টিয়ার গ্যাস ছুললে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং সবাই গেট থেকে দৌড়ে বাঁচার চেষ্টা করে সেখানে পদদলিত হয় এবং শ্বাসরোধের ঘটনা ঘটে এই হতাহত হয়।
শনিবার রাতে কানজুরুহান স্টুডিয়াম এ ঘটনাকে ডাঙ্গা বলে উল্লেখ করে পূর্ব জাভা পুলিশের প্রধান নেতা আফিন্তা বলেন এ ঘটনায় 129 জন নিহত হয়েছে তাদের মধ্যে দুইজন পুলিশ সদস্য আছে। স্টেডিয়াম এর ভেতরে 32 জন মানুষ মারা গেছে আর বাকিরা হাসপাতালে নেওয়ার সময় তাদের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে স্টেডিয়ামে আরেমা এফসি এবং র্সেবায়া সুরাবারা নামের দুটি দলের ফুটবল খেলা চলছিল। খেলায় আরেমা এফসি 3-2 গোলে হারায় র্সেবায়া সুরাবারা। দুই দশকের বেশি সময় ধরে র্সেবায়া সুরাবারা কাছে এই প্রথম কোনো ম্যাচ হারলো আরেমা।
ইন্দোনেশিয়া পুলিশ জানিয়েছে হারের পর জমে থাকা আর দর্শকরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা অনেকেই পদদলিত হয়ে নিহত হয়েছেন।
এ ঘটনার জন্য সরকার ক্ষমা চেয়েছেন। যুবমন্ত্রী আইনুদ্দিন আল আমিন বলেন দুঃখজনক ঘটনা এমন সময় যখন ফুটবল ভক্ত রাম মাঠে খেলা দেখার জন্য সুযোগ পাচ্ছে।
Add comment