মাধ্যমিক পর্যায়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা ২০২২ আগামী 15 তারিখ শুরু হবে বলে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

কিন্তু এর মধ্যে হিন্দু ধর্মের দুর্গাপূজা চলে আসায় পরীক্ষার রুটিন পরিবর্তন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

কারণ অধিকাংশ শিক্ষার্থী যারা হিন্দু ধর্মের অবলম্বী তারা পূজার মধ্যে কোন ধরনের পরীক্ষা অংশগ্রহণ করতে চায় না।

তাছাড়া অভিভাবকরা একই দাবি জানাচ্ছে, অন্যদিকে হিন্দু অনেক শিক্ষার্থীই বলছে পরীক্ষা আয়োজন করা হোক স্বাভাবিক নিয়মে।

কারণ তারা পূজার মধ্যে পরীক্ষা দিলো পরবর্তী পূজা গুলো ভালো ভাবে অংশগ্রহণ করতে পারবে।

আরও পড়ুনঃ শনিবার স্কুল বন্ধ এসএসসি পরীক্ষা ২০২২ রুটিন পরিবর্তন হবে

যদি পরীক্ষা পিছিয়ে নেয়া হয় তাহলে তাদের পরবর্তী অংশ গ্রহন করতে নানান সমস্যা দেখা দিবে।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান আগামী 15 সেপ্টেম্বর

বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষায় অংশ নেবে শুরু হবে এবং 1 অক্টোবর

উচ্চতর গণিত বিষয়ের মাধ্যমে এসএসসি পরীক্ষার লিখিত বিষয় শেষ হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে 1 অক্টোবর মূলত পূজা শুরু হবে সেই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র উচ্চতর

গণিত বিষয়ে পরীক্ষা দিয়ে নিয়ে যত সমস্যা। এর আগে মানবিক ও ব্যবসায় বিভাগের পরীক্ষা শেষ হয়ে যাবে।

তাই এই দুই বিভাগের শিক্ষার্থী তেমন কোনো সমস্যা নেই। কিন্তু বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত বিষয়ে পরীক্ষা বিছানার দাবি তোলা হয়েছে।

এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পরীক্ষা পেছানো হবে না, পরীক্ষা এগিয়ে নেয়া হবে। এক্ষেত্রে 30 সেপ্টেম্বর

শুক্রবার উচ্চতর গণিত বিষয়ে পরীক্ষা আয়োজন করার কথা বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা ২০২২ জরুরী নির্দেশনা — না জানলে মহাবিপদ

এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় জানায় শুধুমাত্র পূজার কথা বিবেচনা করে উত্তর দেবে উচ্চতর গনিত বিষয় পরীক্ষার রুটিন পরিবর্তন করা হবে।

খুব শিগগিরই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ওয়েবসাইটে সংশোধনীয় বিষয়টি প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবারে পরীক্ষা সামগ্রিক নিয়মে আয়োজন করা হচ্ছে। তিন ঘণ্টার পরিবর্তে

পরীক্ষা করা হবে দুই ঘন্টায় তাছাড়া 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা হবে অর্ধেক নম্বরে অন্যদিকে

শুধু মাত্র চারটি বিষয়ে পরীক্ষা হবে হবে না সকল বিষয়ে সর্বমোট ৯ টি বিষয়ে পরীক্ষা হবে।

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment