নুসরাত ফারিয়া সুড়ঙ্গ সিনেমার পর এবার আসছে নতুন লুকে আইটেম গানে দর্শক এর মন মাতাতে আসছেন দুই বাংলার জনপ্রীয় অভীনেত্রী নুসরাত ফারিয়া।
খুব শীগ্রই টালিউডের রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ ‘‘আবাল প্রলয় ’’ আইটেম গানে ‘মেনকায়’ কোমর দোলাবেন নুসরাত ফারিয়া।
‘মেনকা’ শিরোনামের গানটি রাজ চক্রবর্তীর এন্টারটেইনমেন্টর অফিসিয়াল ফেইচবুক পাতায় প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে
নুসরাত ফারিয়া ড্যান্স ফ্লরে এবার আগুন লাগাতে আসছে মেনকা। নুসরাত ফারিয়া সংঙ্গে নাচবেন গৌরভ চক্রবর্তী।অন্য দিকে
নুসরাত ফারিয়া তার একটি ফেইচবুকে গানটির পোস্টার পোস্ট করেছেন এবং সেখান থেকে জানা গেছে রাজ
আরো পড়ুরঃ যেই ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠন থেকে পাশ করেনি একজন শিক্ষার্থীও

এন্টারটেইনমেন্টর ব্যানরে এই সিরিজটি মাধ্যমে প্রযোজনার হাতে খরি হয়েছে অভীনেত্রী রাজের স্ত্রী শুভশ্রী বঙ্গোপাধ্যয়ের।
জি- ফাইবে 11 আগস্ট থেকে দেখা যাবে সিরিজটি। এখানে আরএকটি কথা বলে রাখা ভালো যে বাংলাদেশী দর্শকদে এই সিরিজ টি
দেখার সুযোগ নাও হতে পারে তবে আমরা আসা করি এই সিরিজের গান গুলো বাংলাদেশী দর্শকরা ইউটিউবের মাধ্যমে অবশ্যই দেখতে পারবে।
প্রলয় সিনেমাটি 2013 সালে শুভ মুক্তি পেয়েছিল সিনেমা হলে। এই সিরিজ টির পেছনের মূল গল্প হলো গোবরডাঙ্গার সুটিয়া
গ্রামের এক প্রতিবাদি মাস্টার বরুন বিশ্বাস খুনের ঘটনাকে নিয়ে কিছু সত্য ঘটনা এবং কিছু কাল্পনিক ঘটনা মিলিয়ে ঝিলিয়ে
সিরিজটি তৈরি করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। এই গল্পের মূল যে সমস্যর কারনটি তুলে ধরা হয়েছে আর সেটি হলো নির্বিচারে নারী ধর্ষন।
এখন আবার তিনি দর্শ কদের জন্য নিয়ে এলেন আরো একটি জনপ্রিয় সিরিজ “আবার প্রলয়” আর এটা তার সম্পুর্ন নিজের
লেখা ও পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ তিনি যে ঘটনাকে কেন্দকরে এমন গল্পটি তিনি সাজিয়েছেন আর সেটি হলো নারী পাচার।
তিনি আরো জানিয়েছেন যে এই গল্পের প্লটগুলো সাজানো হয়েছে সম্পুর্ন সুন্দর বনের প্রতন্ত গ্রাম গুলো নিয়ে। আর যেখান থেকে

প্রায় প্রতি দিনি একের পর এক নাবালিকা নিখোজ হয়ে যাচ্ছে। আর এর মূল গল্প হলো আসলে এদেরকে স্থানীয় ছেলে গুলো
নাবালিকা মেয়ে গুলোকে প্রেমের ফাদে ফেলে পাচার করে চলেছে বিদেশি দের কাছে । আর এই ছবির মূক্ষ্য ভূমিকায় রয়েছে শ্বাশত্ব বন্দোপাধ্যায়।
আর এই সিরিজে শ্বাশত্ব বন্দোপাধ্যায় এর চরিত্র টি হলো স্পেশাল ক্রাইম বেঞ্চের অফিসার। এর আগওে এই চরিত্রে অভিনয়
করেছিলেন তিনি বলে জানা গেছে। এছারাও এই সিরিজটিতে আরো অভিনয় করেছে সোহিনী সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী,
কৌশানী বন্দপাধ্যায় লোকনাথ দেব, দেবাশিস মণ্ডলরা। এবং এই সম্পুর্ন সিরিজটি লিখেছেন রাজ চক্রবর্তী ও পদ্মনাভ দাশগুপ্ত।
Add comment