উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা ২০২৩ মানবন্টন পরিবর্তন করা হয়েছে। শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মানবন্টন পরিবর্তন করা হয়েছে।
আমরা শিক্ষার্থীদেরকে সেই মানবন্টন তুলে ধরছি। এক্ষেত্রে চলতি বছরে এইচএসসি পরীক্ষা ২০২৩ অংশগ্রহণ করবে ১৩ লক্ষ ৫৯ হাজার।
শিক্ষার্থী বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে, তারা পরীক্ষা পেছাবে না স্বাভাবিক নিয়মে পরীক্ষায়
আরও পড়ুনঃ
- সুখবর এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে – পরীক্ষা হবে না
- শিক্ষার্থীদের দাবির মুখে এইচএসসি পরীক্ষা পেছান হবে ?
- এইচএসসি রুটিন ২০২৩ প্রকাশ – সকল বোর্ড রুটিন দেখুন
- ২ টি দুঃসংবাদ – এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে
হচ্ছে এবং কোন ধরনের পরীক্ষা পিছিয়ে নেওয়া বা নাম্বার কমে যাওয়ার মত ঘটনা ঘটেনি। শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি
বিষয় একটি বিকল্প সিদ্ধান্তে এসেছে। কারণ অনেক শিক্ষার্থী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রস্তুতি ভালোভাবে নিতে পারেনি,
তাই এই বিষয়টা নম্বর কমিয়ে মানবন্টন তৈরি করেছে আমরা শিক্ষার্থীদেরকে সেই মানবন্টন তুলে ধরছি।
এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেখানে তিনি পরীক্ষা সম্পর্কিত যাবতীয়
সকল তথ্য জানান কোন বিভাগ থেকে কত পরীক্ষা দিবে এবং কতগুলো কেন্দ্রে পরীক্ষা আয়োজন করা হবে
তার যাবতীয় তথ্যগুলো তিনি জানিয়েছেন। আশা করা যাচ্ছে পরীক্ষা নিয়ে কোন সমস্যা হবে না,
এক্ষেত্রে শিক্ষামন্ত্রী বলেন আমরা যদি পরীক্ষা পিছিয়ে নেই পরবর্তীতে রাজনৈতিকভাবে সমস্যা হতে পারে।
তাই আমরা চাইলে কোন সমস্যার মধ্যে ফেলে দেওয়ার আমাদের পরীক্ষা আয়োজন করছে স্বাভাবিক নিয়মে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বর্তমান মানবন্টন
আগের মানবণ্টন – ৭৫ নম্বর
- সৃজনশীল – ৫০ নম্বর
- সৃজনশীল ৮ টি থেকে যে কোনো ৫ টি
- বহুনির্বাচনী – ২৫ নম্বর
- বহুনির্বাচনী – ২৫ টি থেকে যে কোনো ২৫ টি
- ব্যবহারিক – ২৫ নম্বর
বর্তমান মানবণ্টন – ৭৫ নম্বর
- সৃজনশীল – ৩০ নম্বর
- সৃজনশীল ৮ টি থেকে যে কোনো ৩ টি
- বহুনির্বাচনী – ২০ নম্বর
- বহুনির্বাচনী – ২৫ টি থেকে যে কোনো ২০টি
- ব্যবহারিক – ২৫ নম্বর
আগামী ২৭ আগস্ট শিক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষা আয়োজন করা হবে। বর্তমানে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য
প্রস্তুতি গ্রহণ করো, কারণ তোমাদের পরীক্ষা হচ্ছে এবং সকল দেশের স্বাভাবিক নিয়মে হবে। সকল বিষয়ে স্বাভাবিক থাকবে
কোন ধরনের পরীক্ষার রুটিন পরিবর্তন বা অন্য কোন সমস্যা হবে না যদি কোন সমস্যা হয় তাহলে আমরা তোমাদেরকে সেটা জানিয়ে দিব।
Add comment