গত ১৯ জুন চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও সুনামগঞ্জে বন্যার কারণে তা স্থগিত ঘোষণা করা হয়।
কিন্তু বর্তমানে আবার নতুন করে বন্যা আসছে দেশের উত্তরাঞ্চলে রংপুর গাইবান্ধা লালমনিরহাট সহ
বিভিন্ন এলাকায় তিস্তার পানি প্রবেশ করে প্লাবিত করছে অনেক গ্রাম, লাখ লাখ মানুষ পানির নিচে
চলে যাচ্ছে তাদের সর্বস্ব নিয়ে। এই অবস্থায় এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে কিনা তা নিয়ে
দুশ্চিন্তায় রয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে।
আর পড়ুনঃ শনিবার স্কুল বন্ধ এসএসসি পরীক্ষা ২০২২ রুটিন পরিবর্তন হবে
এর আগে শিক্ষার্থী দাবি জানাচ্ছে এত ঝামেলা করে পরীক্ষা না নিয়ে তিন বিষয়ে পরীক্ষা
আয়োজন করা হোক এবং বাকি বিষয়গুলো জেএসসি মূল্যায়ন করা হোক। এর আগে ২০২২
সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে অটো পাস দেয়া হয়েছিল এবং ২০২১ সালের এসএসসি
ও এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তিনটে বিষয় পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তাই তারা দাবি
জানাচ্ছে তাদের ক্ষেত্রে রকম সুযোগ-সুবিধা দেয়া হোক। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে
ইতিমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়ে দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে
আগামী 15 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হবে। বন্যার কারণে পরীক্ষা কোন পরিবর্তন করা হবে না।
আর পড়ুনঃ পূজার কারণে এসএসসি ২০২২ রুটিন পরিবর্তন – যা বলল শিক্ষা মন্ত্রী
এক্ষেত্রে অটো পাস দেয়া হবে না বা সাবজেক্ট কমানো হবে না। কেন এমন সিদ্ধান্ত জানতে
চাইলে শিক্ষা মন্ত্রণালয় জানায় পরীক্ষার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। তাই পরীক্ষা আয়োজন
করা হবে যদি বন্যা পরিস্থিতি খুবই খারাপ হয় তখন হয়তো বা নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে।
কিন্তু এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার বিকল্প কিছু ভাবছে না। তিনি আরো বলেন আগামী 15 সেপ্টেম্বর
বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে এবং ১ অক্টোবর লিখিত পরীক্ষা শেষ হবে।
সেভাবেই পরীক্ষার সকল প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলোর। প্রশ্নপত্র তৈরি উত্তরপত্রসহ থেকে
শুরু করে সকল কার্যক্রম প্রায় শেষের দিকে । শেষ সময়ে এসে নতুন কোন সিদ্ধান্ত আসবে না,
যদি পরিস্থিতি খারাপ হয় তখন হয়তো বিকল্প কোনো চিন্তা-ভাবনা করবে শিক্ষা মন্ত্রণালয়।
অন্যদিকে আগামী 15 তারিখ পরীক্ষা শুরু হবে যেখানে তিন ঘন্টা পরিবর্তন করা হবে দুই ঘণ্টা
এবং 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা করা হবে অর্ধেক নম্বরে তাছাড়া সাবজেক্ট
কেমন হয়েছে চারটি যে বিষয়গুলো জেএসসি রেজাল্ট এর মাধ্যমে মূল্যায়ন করা হবে।
Add comment