স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে ঢাকার দক্ষিন সিটি করপোরেশনের ছয়টি এবং উত্তর সিটি করপোরেশনের পাঁচটি এলাকা ডেঙ্গু রোগী জন্য খুবই ঝুঁকিপূর্ন।
এই ১১ টি এলাকা থেকে প্রতি দিন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গতকাল রবিবার সারা দেশে 24 ঘন্টায় আরো 9 জন ডেঙ্গু রোগীর মৃত্যু্ হয়েছে।
বর্তমানে হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে 2 হাজার 292 জন, যেটা চলতি বছরের মধ্যে এক দিনে সর্বচ্চো রেকর্ড গড়েছে।
আরও পড়ুনঃ ক্রিকেট বিশ্বকাপে অধিনায়ক কে হবে – জানালেন নাজমুল হাসান পাপন

এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 176 জন। যুক্তরাজ্য শেফিল্ড ইউনির্ভাসিটির একজন সিনিয়র রিসার্চ
অ্যাসোসিয়েট খোন্দকার মেহেদি আকরাম বলেন দেশে ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য অনুযাই
প্রতি 100 জনের মধ্যে 10 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। খোন্দকার মেহেদি আকরাম আরো বলেন দেশে সিভিয়ার
ডেঙ্গু সংক্রমনের অন্যতম কারন হলো 18 মাসের মধ্যে অনেক মানুষ অন্য কোন ধরন দ্বারা সংক্রমিত যেমন গত বছর
টাইপ-3 দ্বারা আক্রান্ত হয়েছে। এবছর সে টাইপ-2 দ্বারা আক্রান্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

রাজধানির ১১ টি এলাকায় ডেঙ্গু রোগী বেশি
ঢাকার দক্ষিন সিটি করপোরেশনের ছয়টি এবং উত্তর সিটি করপোরেশনের পাঁচটি এলাকা ডেঙ্গুর জন্য খুব ঝুঁকিপূর্ন।
বর্তমানে ঢাকার এই ১১ টি এলাকা থেকে প্রতিদিন ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি হচ্ছে। গতকাল এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক
ডা. মোঃ হাবিবুল আহসান তালুকদার বলেন ঢাকার হাসপাতাল গুলোতে যত রোগী ভর্তি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হল ঢাকার উত্তর ও দক্ষিন সিটি করপোরেশনের।
রাজধানির ১১ টি এলাকায়
- মুগদা
- যাত্রাবাড়ী
- জুরাইন
- কদমতলী
- বাসাবো
- ধানমন্ডি
- রাজধানির উত্তর সিটির উত্তরা
- মিরপুর
- তেজগাও
- বাড্ডা
এডিস মসার ঘনত্ব হিসেবে এ বছর বর্ষা মৌসুম জরিপে বলা হয়েছে , ঢাকার দুই সিটি করপোরেশনের 55 টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ন বলা হয়েছিল।
যার 27 টি উত্তরে এবং 28 টি ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স পাওয়া যায় 20 এর বেশি। এখানে বলে রাখা ভালো মশার লার্ভার উপস্থিতি গনণা করা হয় ব্রুটো ইনডেক্স এর মাধ্যেমে।

এক দিনে 9 জনের মৃত্যু যার ৮ জন ঢাকা সিটির
চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর স্বাস্থ্য অধিদপ্তরের সংখা অনুযাই 176 জন। যার মধ্যে জুলাই মাসের 23 দিনে ডেঙ্গুতে আক্রন্ত
হয়ে মৃত্যু হয়েছে 129 জনের, তবে ঢাকার বাইরে থেকে আসছে বেশির ভাগ রোগী। যার মধ্যে 1 হাজার 64 জন হলো ঢাকার
এবং ঢাকার বাইরের রোগীর সংখ্যা হলো 1 হাজার 228 জন ভর্তি হয়েছে। এ বছর মোট হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর
সংখ্যা হলো 32 হাজার 977 জন, যার মধ্যে চলতি মাসে ভর্তি হয়েছে 24 হাজার 999 জন। এখন পর্যন্ত দেশের বিভিন্য স্থানে
হাসপাতাল গুলোতে ভর্তি রয়েছে 7175 জন রোগী। এ সকল রোগী গুলোর মধ্যে 4 হাজার 149 জন ঢাকার
বাকি 3 হাজার 26 জন ঢাকার বাইরের বিভিন্য হাসপাতাল গুলোতে ভর্তি আছে। চলতি বছরে ঢাকার মুগদা হাসপাতালে সবচেয়ে
বেশি রোগী ভর্তি হয়েছে। যার সংখ্যা হল 4 হাজার 732 জন। এছারাও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে 1 হাজার 901 জন,
ঢাকার মিটফোর্ড হাসপাতালে আছে 691 জন। ঢাকার শহিদ সোহরাওয়ার্দি হাসপাতালে ভর্তি আছে 594 জন, ঢাকা শিশু হাসপাতালে
ভর্তি আছে 341 জন, ডিএনসিসি হাসপাতালে ভর্তি আছে 676 জন। সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছে 667 জন
এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছে 668 জন। ডা. হবিবুল আহসান তালুকদার একটি সংবাদ
সম্মেলনে বলেন ঢাকার বাইরে থেকে আসা ডেঙ্গু আক্রন্ত বেসি রোগী ভর্তি হচ্ছে চট্রগ্রাম ও বরিশাল বিভাগের।
Add comment