ছাত্রলীগের ধাওয়া খেয়ে তিন শিক্ষার্থী পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় এবং ঘটনাস্থলে তিন শিক্ষার্থী নিহত হয়। নিহত শিক্ষার্থীরা ভেটেরিনারি কলেজে ডিপি সাইদুর রহমান মুরাদ একই কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ও সমরেশ কুমার।

স্থানীয়রা জানিয়েছে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিহত 3 জন শিক্ষার্থী পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসময় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলে তারা মৃত্যুবরণ করে।

আরও পড়ুনঃ বিশ্বের সেরা 10 ধনী তালিকা প্রকাশ 2022 – Top 10 rich people

ভেটেরিনারি কলেজ এর সংসদ জিয়াউল ইসলাম সজিব বলেন কলেজের আওয়ামী লীগের একটি পক্ষ আমাকে মারার জন্য দীর্ঘদিন ধরে টার্গেট করে রাখছিল। শুক্রবার সন্ধায়  মুরাদসহ আমরা ছয় জন তিনটি মোটরসাইকেলে করে কলেজ থেকে ফিরছিলাম।

একপর্যায়ে তারা আমাদের ধাওয়া করে এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করে। এতে আমি পাশে থাকা একটি গর্তে পড়ে যাই। হামলাকারীদের হাত থেকে নিজেকে রক্ষা করতে তার সঙ্গে থাকা দুজনকে নিয়ে দ্রুত কলেজের দিকে যায়।

এমন সময় হামলাকারীরা আট-দশটি মোটরসাইকেলে তাদেরকে ধাওয়া করে। এসময় পুলিশ খবর দিলে তারা আমাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার কর্মকর্তা শেখ সোহেল রানা বলেন-

ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি খবর পেয়ে ছিলাম একসময় ভেটেনারি কলেজ শিক্ষার্থী আহত করা হয়েছে ওই তিনজন মোটরসাইকেল চালানোর সময় প্রতিপক্ষ তাদের ধাওয়া করে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ঘটনাস্থলেই 3 জন শিক্ষার্থীর মৃত্যু হয়।

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment