মোঃ গিয়াস উদ্দিন ছিলেন একজন ব্যাংকার। তবে অন্যের অধীনে চাকরি করতে তার ভাল লাগেনি। সিদ্ধান্ত নেন তিনি উদ্যোক্তা হবেন। কোটিপতি
যেমন ভাবা তেমন কাজ। তিনি নেমে পড়েন তার নিজের সিদ্ধান্ত বাস্তবায়নে। গরে তুলনায় গরুর খামার যা আজকে তাকে কোটিপতি বানিয়েছে।
আরও পড়ুনঃ চোখ উঠলে যা যা করতে সুস্থ হবে – স্বাস্থ্য টিপস
একটি খামারের দিয়ে তার ভাগ্যের চাকা তিনি ঘুরে ফেলেছেন। এখন তিনি প্রায় তিন কোটি টাকার মালিক। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে মোঃ গিয়াস উদ্দিন।
2014 সালে গিয়াস উদ্দিন একটি বেসরকারি ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। কিন্তু তার ব্যাংকে চাকরি ভালো লাগেনি।
তাই তিনি চাকরি ছেড়ে দেন এবং পরবর্তীতে উদ্যোক্তা হন। যেখানেঅনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেন।
2015 সালের দিকে তিনি চাকরি ছেড়ে দেন এরপর তিনি গ্রামে চলে আসেন। 2018 সালের 10 লাখ টাকা পুজি নিয়ে
তিনি চারটি উন্নত জাতের গাভী গ্রামের মধ্যে ডেইরি ফার্ম তৈরি করেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
আরও পড়ুনঃ বিশ্বের সেরা 10 ধনী তালিকা প্রকাশ 2022 – Top 10 rich people
ডেইরি ফার্ম প্রসেস করে গড়ে তুলছেন অগ্র সুইটস মিষ্টির দোকান। ডেইরি ফার্ম ও মিষ্টির দোকান নিয়ে তিনি 15 জনের
কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। তার এখন প্রায় 90 টি গরু আছে। তিনি 10 লাখ টাকা দিয়ে শুরু করেন এখন তিনি এ পর্যন্ত
50 লাখ টাকা বিনিয়োগ করেছেন। বর্তমানে তার স্থিয়ী ও আবাসনসহ তার সম্পদের পরিমাণ প্রায় তিন কোটি টাকা।
গিয়াস উদ্দিন তরুণদের উদ্দেশ্যে বলেন উদ্যোক্তা হয়ে ডেইরি ফার্ম করা যেতেই পারে। এটি একটি লাভজনক ব্যবসা।
আত্মপ্রত্যয়ী হয়ে এই ব্যবসা থেকে লাভ করা সম্ভব। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। এটি করে জাতিকে দুধ মাংসের যোগান দেয়া সম্ভব মেধাবী জাতি গঠনে ভূমিকা রাখবে।
Add comment