বঙ্গোপসাগরে বড় ধরনের ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে যার কারণে চলতি বছর এসএসসি পরীক্ষা প্রভাব পড়বে কিনা তা জানতে চাচ্ছি শিক্ষার্থীরা।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। এর আগে আবহাওয়া অধিদপ্তর অফিস
থেকে বলা হয়েছে চলতি মে মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে বড় ধরনের ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। যা বাংলাদেশের উপকূলে আঘাত হানবে,
আরও পড়ুনঃ
- ঘূর্ণিঝড় আসছে – এসএসসি পরীক্ষা ২০২৩ কি ১ মাস পেছানো হবে ?
- পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার সহজ কৌশল – জেনে রাখো সকলে
- উপবৃত্তি ২০২৩ ফলাফল কবে দিবে ? টাকা কিভাবে হাতে পাবে ?
- SSC 2023 English 2nd Paper Suggestion – 100% Common
যেখানে চট্টগ্রাম বরিশাল পটুয়াখালী ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে জনগন এবং স্থানীয় প্রশাসন।
তবে তার কোনো প্রভাব এসএসসি পরীক্ষা পড়বে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে তারা বলেন আগামী মে
মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে চলে আসতে পারে। ঘন্টায় 150 থেকে 180 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানবে, বেশকিছু ক্ষতিগ্রস্ত হতে পারে।
তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, চলতি বছর এসএসসি পরীক্ষা আয়োজন করতে কি কোন সমস্যা হয় তখন হয়তোবা
রুটিন পরিবর্তন করা হতে পারে। পরীক্ষাগুলোতে সমস্যা হবে সে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হতে পারে, কিন্তু এই মুহূর্তে
পরীক্ষা আয়োজন করার পক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং সেভাবে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।তাছাড়া গতবছর দেখা গেছিল সিলেটে
বন্যা হয়েছে, যেখানে প্রায় এক মাসের মতো পরীক্ষা পিছিয়ে গেছিল। যার ফলে শিক্ষার্থীরা বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।
কিন্তু সেরকম কোনো কিছু হবে কিনা, এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে। যে এলাকায় ক্ষতিগ্রস্ত হবে শুধু সেই এলাকায় পরীক্ষা স্থগিত
ঘোষণা করা হবে, বাকি এলাকার পরীক্ষা আয়োজন করা হবে। কিন্তু সর্বশেষ যদি এসে দেখা যায় সারা দেশের অধিকাংশ লেখা ক্ষতিগ্রস্থ হচ্ছে,
তখন হয়তোবা পরীক্ষা স্থগিত ঘোষণা করা হবে। পরীক্ষা বাতিল ঘোষণা করা হবে, রুটিন পরিবর্তনের বিষয়টি সামনে আসবে।
তার আগে স্বাভাবিক নিয়মে পরীক্ষা আয়োজন করা হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পরীক্ষা আয়োজন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।
সকল শিক্ষা বোর্ড এবং সেভাবেই সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শেষ সময়ে এসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির
কারণে পরীক্ষার রুটিন পরিবর্তন করতে চাচ্ছেনা , যদি একদমই খারাপ পরিস্থিতি তৈরি হয় তখন হয়তোবা সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে।
Add comment