মাধ্যমিক পর্যায়ের এসএসসি ২০২৩ গণিতে অনেক শিক্ষার্থী এবছর ফেল করছেন। প্রায় 20 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

তাদের মধ্যে গণিতে অনেক শিক্ষার্থী পরীক্ষায় খারাপ করেছে, প্রতিবছরই দেখা যায় গণিতের ফেলের সংখ্যা অনেক বেশি যার।

কারণে শিক্ষার্থীরা সমস্যার মধ্যে পড়ে চলতি বছরে শিক্ষকরা গণিতের খাতা বর্তমানে প্রায় শেষের দিকে। তারা একজনের 200 থেকে 300 পরীক্ষার

খাতা পেয়েছে, সেখানে ফেলের হার অনেক বেশি তারা বলেছে। যে সকল শিক্ষার্থীর লিখেছে তারা অনেক ভালো নম্বর পেয়েছে

অর্থাৎ যারা ভালো নম্বরের যোগ্যতার ভালো নম্বর পেয়েছে। কিন্তু যারা একদমই লিখতে পারেনি তাদেরকে নম্বর দেওয়া অসম্ভব

হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে তারা একদমই লিখিনি যেখানে আমরা এক বা দুই নম্বর দিয়ে তাদেরকে পাস করিয়ে দিব।

কারন গণিতে যদি শুধুমাত্র ফর্মুলা লিখে আসে তাহলে শিক্ষার্থীদের কে পাস করে দেওয়া যেতে পারে। তাদেরকে কিছু নম্বর

বাড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু যদি সে একদমই না লিখে আসে অর্থাৎ জায়গা খালি রেখে আসে ফাঁকা রেখে আসে তখন

তাকে কিভাবে নাম্বার দেওয়া সম্ভব হবে। এক্ষেত্রে শিক্ষকরা বলছে গণিতে বরাবরের মতো এবছরও ফেলের হার কিছুটা বেশি

হতে পারে। তারা যে সকল খাতা দেখে সেখানে 300 খাতার মধ্যে কমপক্ষে 50 থেকে 60 একজন শিক্ষার্থী ফেল করেছেন।

তবে শিক্ষকরা বলেন আমরা এক বা দুই নম্বরে কারণে কোনো শিক্ষার্থীকে ফেল করিয়ে দিচ্ছি না আমরা চেষ্টা করি তাদেরকে

পাস করিয়ে দেওয়ার। আমরা এক বা দুই নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়ার। পরবর্তী দেখছি প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থী ফেল করছে,

এক্ষেত্রে গণিতে আমাদের কয়েকজন শিক্ষকের এরকমের হিসাব-নিকাশ এসেছে। কিন্তু বাকি সকল শিক্ষকদের হিসাব-নিকাশ

একটু আলাদা হতে পারে, তবে আশা করা যাচ্ছে গণিতে শিক্ষা মন্ত্রণালয় দিবে তারা নজর দিবে যাতে করে। শিক্ষার্থীরা একটু

ভালো ফলাফল করতে পারে, এক্ষেত্রে যদি বহুনির্বাচনীতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। তখন হয়তোবা তাদেরকে এখানে

নাম্বার বাড়িয়ে দেওয়া যেতে পারে, তবে এটা সম্পূর্ণ শিক্ষাবোর্ডের কাজ শিক্ষকের আরো বলেন বাকি যে সকল বিষয়গুলোর

এসএসসি ২০২৩ খাতা দেখা হচ্ছে আমরা সেখানে দেখেছি পাশের হার অনেক ভালো সেখানে ফেলে তো করেনি।

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment