এসএসসি পাশে সম্প্রীতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিষ্ঠানের ব্যাটেলিয়ান অফিসার পদে নিয়োগ প্রদান করা হবে।

যেখানে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ব্যাটেলিয়ান আনসার পদে 418 জন নিয়োগ দেওয়া হবে।

ঘূর্ণিঝড়ের কারণে এসএসসি পরীক্ষা স্থগিত হবে ? জানালে শিক্ষা বোর্ড

আগ্রহী প্রার্থীরা 15 মে সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য গুলো নিচে তুলে ধরা হলো।

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

পদের নামঃ ব্যাটেলিয়ান আনসার

পদের সংখ্যাঃ 418 জন

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি সমমান

বয়সঃ 15 মে 2030 তারিখ 18 থেকে 22 বছর

শারীরিক যোগ্যতাঃ সাধারণত অন্যান্য প্রার্থীদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি ওজন 49 কেজি এবং বুকের মাপ 32 থেকে 34 ইঞ্চি

উপজাতিদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি ওজন 47 কেজি বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি , প্রার্থী দৃষ্টিশক্তি 6/6 . রোগব্যাধি থাকলে আবেদনের প্রয়োজন নেই।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত

প্রার্থীর ধরনঃ পুরুষ

আবেদন ফিঃ বিকাশ রকেট মাধ্যমে 200 টাকা হিসেবে পাঠাতে হবে

আবেদন করার ওয়েবসাইট

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment