চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২৩ খাতা দেখা এরই মধ্যে শুরু করা হয়েছে। এর মধ্যে বাংলা প্রথম পত্র বিষয় কয়টি খাতা দেখছে শিক্ষকরা।
যে সকল শিক্ষক খাতা দেখেছিল তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। মূলত চলতি বছর
এসএসসি পরীক্ষা ২০২৩ আয়োজন করা হচ্ছে। স্বাভাবিক নিয়মে গত 30 এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পরীক্ষা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ
- ঘূর্ণিঝড়ের কারণে এসএসসি পরীক্ষা স্থগিত হবে ? জানালে শিক্ষা বোর্ড
- SSC Exam 2023 কত নম্বর পেলে কোন গ্রেড ? জেনে নেও
- উপবৃত্তি ২০২৩ ফলাফল কবে দিবে ? টাকা কিভাবে হাতে পাবে ?
- SSC 2023 English 2nd Paper Suggestion – 100% Common
এর পরবর্তীতে সে খাতাগুলো চলে গেছে বোর্ডের কাছে। সেখান থেকে খাতাগুলো বন্টন করা হয়েছে বোর্ডের বিভিন্ন একাধিক শিক্ষকের কাছে।
যারা কিনা খাতা দেখে নম্বর বোর্ডের কাছে প্রদান করবে, যে সকল শিক্ষককে তাদের সাথে আমাদের কথা হয়েছিল তারা জানায়
একজন শিক্ষক 200 থেকে 300 টাকা পাবে এবং সেখান থেকে তারা খাতা দেখে বোর্ডের কাছে নাম্বার পাঠিয়ে দিবে। আরও জানতে
চাইলে তারা বলেন খাতা দেখার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে যাতে সুন্দর ভাবে যোগ্য প্রার্থীকে ভালো ভাবে নম্বর প্রদান করা হয়।
কিন্তু তার পরও বেশ কিছু বিষয় রয়েছে, যেখানে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের
কে যথেষ্ট সহযোগিতা করার জন্য, যারা ভালো ভাবে পরীক্ষার খাতা লিখেছে তাদেরকে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। কিনতু একদমই
আরও পড়ুনঃ
- ঘূর্ণিঝড়ের কারণে এসএসসি পরীক্ষা স্থগিত হবে ? জানালে শিক্ষা বোর্ড
- SSC Exam 2023 কত নম্বর পেলে কোন গ্রেড ? জেনে নেও
- উপবৃত্তি ২০২৩ ফলাফল কবে দিবে ? টাকা কিভাবে হাতে পাবে ?
- SSC 2023 English 2nd Paper Suggestion – 100% Common
লিখতে পারি নি তাদের নাম্বার দেওয়া সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে শিক্ষক পরামর্শ দিয়েছে পরীক্ষায় খাতায় যেন বেশি বেশি করে তারা লিখে
আসে অর্থাৎ কোন নম্বর যেন ছেড়ে না দিয়ে আসে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয় চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২৩
আয়োজন করা হচ্ছে। এ ক্ষেত্রে কয়েকটি বিষয়ে পরীক্ষা শেষ হয়েছে, বাকি বিষয়গুলো পরীক্ষা দেবে দেবে শেষ হয়ে যাবে
এবং খাতাগুলো শিক্ষকের নিকট চলে যাবে। শিক্ষকরা সহজ করে খাতা দেখবে যে সকল শিক্ষার্থী এক বা দুই নাম্বারের কারণে
ফেল করবে তাদের পাস করে দেয়ার কথা বলা হয়েছে। তবে এ ব্যাপারে শিক্ষক এর ব্যাক্তিগত মতামত এর উপর নির্ভর করছে।
কারণ শিক্ষক চাইলে এই বিষয়গুলো সম্ভব হবে, শিক্ষক না চাইলে তাহলে আর নাম্বার দেওয়া সম্ভব নয়। কারণ এখানে
শিক্ষকের খাতা দেখার অনুমতি প্রদান করা হয়েছে, আরো বেশ কিছু বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে। যেমন
নৈবিত্তিক এর সম্পূর্ণ বিষয়টি দেখাবে কম্পিউটারের মাধ্যমে। এখানে শিক্ষকের তেমন কিছুই করার থাকবে না, এই বিষয়গুলো
শিক্ষকদেরকে বুঝতে হবে তারা শুধুমাত্র সৃজনশীল এর খাতা দেখার অনুমতি পেয়েছে। এই ভাবে খাতা দেখা হবে।
Add comment