মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ সকল বিষয়ের অধিকাংশ ক্ষেত্রে দেখা শেষ করেছে এরই মধ্যে শিক্ষকরা।

বাকি কয়েকটি বিষয় খাতা বাকি রয়েছে যা কয়েকদিনের মধ্যে দেখা শেষ করা হবে বলে জানিয়েছে। এরই মধ্যে অনেক গুলো

বিষয় খাতা নম্বর দেখা শেষ করে পরীক্ষক শিক্ষা বোর্ডের কাছে নম্বর জমা দিয়েছে। যার উপর ফলাফল তৈরীর কাজ চলছে।

আরও পড়ুনঃ

এক্ষেত্রে আমরা কথা বলবো শিক্ষক পরীক্ষার খাতা কিভাবে দেখছে , কতটুকু নম্বর শিক্ষার্থীদের দেয়া হচ্ছে এবং পাশের হার কেমন হবে।

20 থেকে 30 জন অভিজ্ঞ শিক্ষক দ্বারা এবারে পরীক্ষার পেপার দেখছে তাদের সাথে কথা বলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা যায়।

মূলত পরীক্ষার খাতা পেয়েছে প্রতি শিক্ষক 200 থেকে 300 করে। এ সকল খাতা দেখা শেষ করে শিক্ষকরা জানায় চলতি বছর

এসএসসি পরীক্ষার নিয়ম সহ যার কারণে অনেক ভালো পরীক্ষা দিয়েছে এবং ভাল ফলাফল কবে তারা আশা ব্যক্ত করছে।

নিয়ম বুঝতে পারার কারণে অনেকেই সঠিক উত্তরগুলো দিতে পেরেছে এবং তাদের প্রশ্ন কমন পড়েছে। আবার অন্যদিকে

অনেক শিক্ষার্থী পরীক্ষা খারাপ গেছে নিয়ম বুঝতে না পারার কারণে। অনেকেই পরীক্ষার সময় খুব কম পেয়েছে যার কারণে পরীক্ষা সঠিক উত্তর

আরও পড়ুনঃ

গুলো সঠিক সময় দিতে পারে নি। সবদিক বিবেচনা করে শিক্ষার্থীদের পরীক্ষা আগের থেকে এ বছরের প্রশ্ন ভালো হয়েছে এবং পরীক্ষা ভালো হয়েছে বলে আশা ব্যক্ত করছে।

এক্ষেত্রে শিক্ষকরা বলছে আমরা সবাইকে নম্বর দিয়ে দিয়েছি যতটুকু পড়েছি ততটুকু , কারণ এখানে যে সকল শিক্ষার্থীর

ভালভাবে লিখি তাদেরকে সম্পন্ন নম্বর দিয়েছি। যারা যতটুকু লিখছি ততটুকু নম্বর দিয়েছি। তাছাড়াও যে সকল শিক্ষার্থী একদমই লিখতে

পারেনি তাদেরকে কোনভাবেই নম্বর দেয়া সম্ভব হয়নি। কারন শিক্ষকরা নিজেরা পরীক্ষার খাতায় লিখে কখনোই নম্বর দেওয়া সম্ভব না।

অন্যদিকে শিক্ষকের আরো জানিয়েছে যে সকল শিক্ষার্থী 1 বা 2 নম্বরের জন্য ফেল করেছে তাদেরকে আমরা সৃজনশীল নম্বর দিয়ে পাস করিয়ে দিয়েছে।

তবে এক্ষেত্রে নৈব্যতিক 1 বা 2 নম্বর দিয়ে পাস করিয়ে দেয়া হবে কি-না এমন প্রশ্নের জবাবে শিক্ষকরা কোন কিছু বলতে পারিনি কারো এ বিষয় তারা জানে না।

আরও পড়ুনঃ

বিকল্প নিউজ ডেস্ক

View all posts