মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ রেজাল্ট প্রস্তুত করা হয়েছে। এক্ষেত্রে আমরা জেনে নিব এভাবে পরীক্ষায় ফেল এবং পাশের হার কত ?
মূলত কয়েকটি বোর্ডের তথ্য আমাদের কাছে চলে এসেছে। যেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাচ্ছি।
আরও পড়ুনঃ
- এসএসসি ফলাফল ২০২২ কত তারিখ দিবে ? জেনে নেও
- এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখার ২ টি সহজ নিয়ম – জেনে নাও
- যেভাবে এসএসসি ফলাফল ২০২২ তৈরি করা হচ্ছে – জেনে নেও
- ২০২২ সালের এসএসসি পরীক্ষা কত নম্বর পেলে A+ A A- B C D
এ বছরে পরিক্ষা আয়োজন করা হয়েছে নতুন নিয়মের কারণে অনেক সুযোগ সুবিধা পেয়েছেন। আবার অনেকে
সুযোগ-সুবিধা নিতে পারেনি। যার প্রভাব রেজাল্ট খারাপ দেখা গেছে। এক্ষেত্রে কয়েকটি বিষয়ে পরীক্ষা একটু কঠিন হয়েছে।
তারপরও অনেক শিক্ষার্থী সেখানে ভাল ফলাফল করেছে। কিন্তু যেসব শিক্ষার্থী পড়াশোনা করেনি তাদের তো অবশ্যই
খারাপ ফলাফল এসেছে। শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় এ বছরে তারা
যে সকল খাতা দেখেছে সেখানে শতকরা 100 জনের মধ্যে 12 থেকে 15 জন শিক্ষার্থী ফেল করেছে। আবার কিছু
বিষয় সংখ্যা অনেক কম রয়েছে। বিশেষ করে গ্রুপ সাবজেক্ট গুলো খুবই কম করেছে। তাছাড়া ইংরেজি এবং গণিতে
আরও পড়ুনঃ
- এসএসসি ফলাফল ২০২২ কত তারিখ দিবে ? জেনে নেও
- এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখার ২ টি সহজ নিয়ম – জেনে নাও
- যেভাবে এসএসসি ফলাফল ২০২২ তৈরি করা হচ্ছে – জেনে নেও
- ২০২২ সালের এসএসসি পরীক্ষা কত নম্বর পেলে A+ A A- B C D
ফেল করা সংখ্যা সবচেয়ে বেশি। কত শিক্ষার্থী পাস করেছে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান
গত বছরে প্রায় 90 শতাংশের উপরে পাসের হার ছিল, আশা করা যাচ্ছে এ বছর পাসের হার স্বাভাবিক থাকবে।
গতবছর পরীক্ষা হয়েছিল তিন বিষয়ে ফেল খুবই কম করেছিল ও ৩ বিষয়ে পাশ করতে পেরেছিল কিন্তু এবছর
পরীক্ষা হয়েছে 7 বিষয়ে। এখানে একটু সমস্যা রয়েছে যদি শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে চায় বা পাস করতে
চায় তাহলে তাকে অনেক পড়তে হয়েছে। সেই জায়গা থেকে ফেলে সংখ্যা কিছুটা বাড়তে পারে, তবে 90 শতাংশের
নিচে যাবে না। কিছু কিছু বোর্ডে 90% থেকে 95 শতাংশ পর্যন্ত পাসের হার থাকবে বলে ধারণা করা যাচ্ছে।
বর্তমানে রেজাল্ট প্রস্তুত আছে এখন যেকোন সময় ফলাফল প্রকাশের জন্য কার্যক্রম শুরু করা হতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী
অপেক্ষায় রয়েছে প্রধানমন্ত্রীর সম্মতি দেবেন সেদিনই ফলাফল প্রকাশ করা হবে ।আশা করা যাচ্ছে আগামী 28 নভেম্বর আনুষ্ঠানিক
ভাবে এই ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবে।
আরও পড়ুনঃ
- এসএসসি ফলাফল ২০২২ কত তারিখ দিবে ? জেনে নেও
- এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখার ২ টি সহজ নিয়ম – জেনে নাও
- যেভাবে এসএসসি ফলাফল ২০২২ তৈরি করা হচ্ছে – জেনে নেও
- ২০২২ সালের এসএসসি পরীক্ষা কত নম্বর পেলে A+ A A- B C D
Add comment