মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর। এরইমধ্যে পরীক্ষা শেষ করা হয়েছে।

সেক্ষেত্রে শিক্ষার্থীরা জানতে চাচ্ছে তাদের কত নম্বর পেলে কোন গ্রেড পাবে ? শিক্ষার্থীরা এখন পরীক্ষা দিয়েছে তাই তাদের একটা ধারণা হয়েছে

তারা কত নম্বর কোন বিষয়ে পেতে পারে। যেমন অনেকে ধারণা করছে বাংলা ৫৫ নম্বরের মধ্যে 40 নম্বর পেতে পারে আবার গণিতের ক্ষেত্রে

আরও পড়ুনঃ How to Check SSC Result 2022 With Marksheet

সে ৫৫ নম্বরের মধ্যে 45 নম্বর পেতে পারে। এক্ষেত্রে 45 নম্বর কোন গ্রেড শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হলো। মূলত চলতি বছর এসএসসি

পরীক্ষার নতুন নিয়ম আয়োজন করে শিক্ষার্থীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। শিক্ষার্থীদের জেনে রাখা উচিত এবারের পরীক্ষায় 45 নম্বর

আয়োজন করা হয়েছে কিছু বিষয় আবার কিছু বিষয় 55 নম্বর বা 50 নম্বরের পরীক্ষা আয়োজন করা হয়েছে। যেহেতু নতুন ভাবে পরীক্ষা হয়েছে

সে ক্ষেত্রে গ্রেড পয়েন্ট নির্ণয় করা হবে নম্বর রূপান্তরের মাধ্যমে। 45 নম্বর রূপান্তর করা হবে 75 নম্বর এর সাথে 25 নম্বর ব্যবহারিক খাতা

আরও পড়ুনঃ যেভাবে এসএসসি পরীক্ষা ২০২২ খাতা দেখা হবে – জেনে নেও

যোগ হবে এবং ফলাফল প্রকাশ করা হবে। অন্যদিকে 50 বা 55 নম্বর কে সরাসরি ১০০ রূপান্তর করে ফলাফল প্রস্তুত করবে শিক্ষা বোর্ড।

এবার আমরা দেখে নেই শিক্ষার্থীরা কত নম্বর পেলে কোন গ্রেড পাবে –

45 নম্বরের পরীক্ষায় কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোণ গ্রেড পাবে –

  • 36 নম্বর পেলে 45 নম্বরের মধ্যে A+ হবে
  • 31.5 নম্বর পেলে 45 নম্বরের মধ্যে A হবে
  • 27 নম্বর পেলে 45 নম্বরের মধ্যে A- হবে
  • 22.5 নম্বর পেলে 45 নম্বরের মধ্যে B হবে
  • 18 নম্বর পেলে 45 নম্বরের মধ্যে C হবে
  • 15 নম্বর পেলে 45 নম্বরের মধ্যে D হবে

50 নম্বরের পরীক্ষায় কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোণ গ্রেড পাবে –

  • 40 নম্বর পেলে 50 নম্বরের মধ্যে A+ হবে
  • 35 নম্বর পেলে 50 নম্বরের মধ্যে A হবে
  • 30 নম্বর পেলে 50 নম্বরের মধ্যে A- হবে
  • 25 নম্বর পেলে 50 নম্বরের মধ্যে B হবে
  • 20 নম্বর পেলে 50 নম্বরের মধ্যে C হবে
  • 16.5 নম্বর পেলে 50 নম্বরের মধ্যে D হবে

55 নম্বরের পরীক্ষায় কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোণ গ্রেড পাবে –

  • 44 নম্বর পেলে 55 নম্বরের মধ্যে A+ হবে
  • 38.5 নম্বর পেলে 55 নম্বরের মধ্যে A হবে
  • 33 নম্বর পেলে 55 নম্বরের মধ্যে A- হবে
  • 27.5 নম্বর পেলে 55 নম্বরের মধ্যে B হবে
  • 22 নম্বর পেলে 55 নম্বরের মধ্যে C হবে
  • 18.33 নম্বর পেলে 45 নম্বরের মধ্যে D হবে

বিকল্প নিউজ ডেস্ক

View all posts