মাধ্যমিক পর্যায়ে দশটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে এসএসসি পরীক্ষা ২০২২ আয়োজন করা হয়েছে নতুন নিয়মে।

এক্ষেত্রে ফলাফল প্রকাশের কাজ চলছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আজকের শিক্ষার্থীরা জানতে চাচ্ছে তাদের পাস দেয়া

হবে কত নম্বর পেলে ? আবার অনেকেই দ্বিধাদ্বন্দের মধ্যে রয়েছে সৃজনশীল এবং নৈবিত্তিক আলাদা ভাবে পাশ করতে হবে

আরও পড়ুনঃ

কিনা ? আজকে আমরা এ বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব। মূলত চলতি বছর এসএসসি পরীক্ষা আয়োজন করা

হয়েছে নতুন নিয়মে। যেখানে পরীক্ষার নম্বর কমিয়ে দেয়া হয়েছে তাই শিক্ষার্থীদের মাঝে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রথমেই বলে রাখি পাস করার জন্য অবশ্যই আলাদা আলাদা পাশ করতে হবে। সৃজনশীল শিক্ষার্থীদের 30 নম্বরের মধ্যে 10

নম্বর পেয়ে পাশ করার জন্য এবং 40 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে 13.33 নম্বর পেতে হবে পাস করার জন্য।

অন্যদিকে নৈবিত্তিকে যেহেতু 15 নম্বরে পরীক্ষা হবে সে ক্ষেত্রে শিক্ষার্থীদের 5 নম্বর পেতে হবে পাস করার জন্য।

এক্ষেত্রে অনেক গণমাধ্যম বা বিভিন্ন ব্যক্তি জানাচ্ছে নৈবিত্তিক এক নম্বর দিয়ে পাস করিয়ে দেয়া হবে যদি কোনো শিক্ষার্থী কম নম্বর পায়।

আরও পড়ুনঃ

এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোন ধরনের আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এবং শিক্ষকরা এ বিষয়টি নিশ্চিত করতে

পারেনি। সেই দিক থেকে বলো যে নৈবিত্তিকে এক নম্বর বাড়িয়ে দেওয়ার বিষয়টি সম্পূর্ণটাই গুজব। তাছাড়া সব প্রশ্ন খাতা

দেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের 1 বা 2 নম্বর বাড়িয়ে দেয়া হচ্ছে যদি ফেল করে। তা ছাড়া এমনিতেই তারা যে নম্বরটাই দেয়া হবে।

এক্ষেত্রে শিক্ষকরা জানিয়েছেন পরীক্ষার নম্বর দেয়া হচ্ছে সেই দিক থেকে বলা যায় এবার পাসের হার ভালো থাকবে এবং

অনেকেই প্লাস পাবে। কারণ অনেক সহজ ভাবে পরীক্ষা আয়োজন করা হয়েছে নিয়ম-কানুন সহজ ছিল যাতে শিক্ষার্থীদের

প্রশ্ন অনেক কমন পড়েছে এবং তারা ভালো পরীক্ষা দিয়েছে। আর এক্ষেত্রে বলা হয়েছে 45 নম্বর এর মধ্যে 15 নম্বর পেতে হবে পাস করার জন্য

৫৫ নম্বরের মধ্যে পাস করার জন্য শিক্ষার্থীরা 18 দশমিক 33 নম্বর পেতে হবে এবং 50 নম্বর পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পাস করার জন্য 16.5 নম্বর পেতে হবে।

আরও পড়ুনঃ

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment