মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ আয়োজন করা হয়েছে নতুন নিয়মে। 100 নম্বরের প্রশ্ন পত্র তৈরি করা হলো উত্তর দিতে হয়েছে অর্ধেক নম্বরে।

এখন শিক্ষার্থীরা দ্বিধাদ্বন্দ্ব মধ্যে রয়েছে এই অর্ধেক নম্বরের মধ্যে কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গেড পাবে।

আমরা শিক্ষার্থীদের সামনে সে বিষয়গুলো তুলে ধরছি, এক্ষেত্রে পরীক্ষায় আয়োজন করা হয়েছে 45 নম্বরে 55 নম্বর এবং 50 নম্বরের।

আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা 1 বা 2 নম্বর বাড়িয়ে দেওয়া হবে – জানালো শিক্ষা বোর্ড

এই নম্বরের মধ্যে শিক্ষার্থীরা যত নম্বর পাবে তা পরবর্তীতে 100 নম্বরের রূপান্তর করে শিক্ষা মন্ত্রণালয় ফলাফল প্রকাশ করবেন।

এরই মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা জানে তারা কত নম্বর পেতে পারে বা একটা ধারণা তাদের

হয়েছে এত নম্বর সেই পরীক্ষায় পেতে পারে, তার উপর নির্ভর করে শিক্ষার্থীদের ফলাফল সম্পর্কে কি ধারণা পেতে পারে।

আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা ২০২২ কত তারিখে রেজাল্ট দেবে, বলল শিক্ষামন্ত্রী

45 নম্বর এর ক্ষেত্রে কত নম্বর পেলে কোন গ্রেডঃ

  • A+ পেতে হলে 45 নম্বরের মধ্যে নম্বর 36 পেতে হবে
  • A পেতে হলে 45 নম্বরের মধ্যে নম্বর 31.5 পেতে হবে
  • A- পেতে হলে 45 নম্বরের মধ্যে নম্বর 27 পেতে হবে
  • B পেতে হলে 45 নম্বরের মধ্যে নম্বর 22.5 পেতে হবে
  • C পেতে হলে 45 নম্বরের মধ্যে নম্বর 18 পেতে হবে
  • D পেতে হলে 45 নম্বরের মধ্যে নম্বর 15 পেতে হবে

আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা ২০২২ কত বিষয়ে A+ পেলে মূল রেজাল্ট A+ হবে

50 নম্বর এর ক্ষেত্রে কত নম্বর পেলে কোন গ্রেডঃ

  • A+ পেতে হলে 50 নম্বরের মধ্যে নম্বর 40 পেতে হবে
  • A পেতে হলে 50 নম্বরের মধ্যে নম্বর 35 পেতে হবে
  • A- পেতে হলে 50 নম্বরের মধ্যে নম্বর 30 পেতে হবে
  • B পেতে হলে 50 নম্বরের মধ্যে নম্বর 25 পেতে হবে
  • C পেতে হলে 50 নম্বরের মধ্যে নম্বর 20 পেতে হবে
  • D পেতে হলে 50 নম্বরের মধ্যে নম্বর 16.5 পেতে হবে

আরও পড়ুনঃ ২ মিনিটে মার্কশীট সহ এসএসসি পরীক্ষা ২০২২ রেজাল্ট দেখার নিয়ম –

55 নম্বর এর ক্ষেত্রে কত নম্বর পেলে কোন গ্রেডঃ

  • A+ পেতে হলে 55 নম্বরের মধ্যে নম্বর 44 পেতে হবে
  • A পেতে হলে 55 নম্বরের মধ্যে নম্বর 38.5 পেতে হবে
  • A- পেতে হলে 55 নম্বরের মধ্যে নম্বর 33 পেতে হবে
  • B পেতে হলে 55 নম্বরের মধ্যে নম্বর 27.5 পেতে হবে
  • C পেতে হলে 55 নম্বরের মধ্যে নম্বর 22 পেতে হবে
  • D পেতে হলে 55 নম্বরের মধ্যে নম্বর 18.33 পেতে হবে

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

11 comments