প্রযোযক এর মাথায় হাত ঢালিউডের ২ জন নাইকার মধ্যে চলছে তুমুল মান অভিমান আর সে জন্য বুগতে হচ্ছে প্রযোযক রুদ্রনীল ঘোষকে। নাইকা সোহিনী সরকারের সংঙ্গে

দন্দ থাকার কারনে মাতঙ্গী ওয়ের সিরিজের সুটিং ছেড়ে বেরিয়ে এসেছেন তৃনা সাহা। তৃনা – সোহীনি দন্দের কারনে হঠাৎ করে

যেনে প্রযোযক এর মাথায় হাত লোকসানের চিন্তায় রুদ্রনীল হতাস হয়ে পরেছেন। জানা গেছে দি টাইম অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযাই,

তাদের দুজনের মধ্যে ঝগড়া এমন পর্যায় পৌছে গেছে যে একজন সুটিং সেট ছেরে বের হয়ে চলে গেছেন আরো জানা গিয়েছে

মেকাপ আর্টিস্ট আর ভ্যান নিয়ে সোহিনী সরকার ও তৃনা সাহার মধ্যে এক পর্যায় মোনো মালিন্যর সৃষ্টি হয় প্রায় বছর খানিক ধরে

সোহিনী সরকারের ব্যাক্তিগত যে মেকআপ ও হেয়ার স্টাইলিং টিম তারা সব খানে অভিনেত্রির সংঙ্গে থাকেন মাতঙ্গী সেটেও হাজির ছিলেন তারা।

সেটা দেখেই প্রযোজনা সংস্থার কাছে আলাদা মেকআপ টিমের বায়না ধরেন টেলিপর্দার অভিনেত্রির তৃনা।

আরো পড়ুনঃ বিনোদন মূলক নতুন তথ্য পেতে

অন্য দিকে শুটিং সেটের একাংশের দাবি, তৃনা নাকি প্রযোজক সংস্থার সাথে এই প্রসংঙ্গে ভালো ভাবে কোন কথা বলেন নি।

এমনকি পরিচালকদ্বয়ের সংঙ্গেও দুর ব্যাবোহার করেন। আরো জানা যায় সোটিং সেটের মধ্যেই নাকি তিনি চিৎকার চেচা মেচি শুরু করেন।

অভিনেত্রির এমন ধরনের আচরন দেখে রিতী মতো সবাই হতবাক তবে ঝামেলা টা আরো বারে সোহীনির মেছেজে। অন্য দিকে

সেহীনি কারো নাম না উল্লেক করেই লিথেছেন অর্টিস্ট গ্রুপে লিখেছেন 2018 সাল থেকেই নিযের যোগ্যতায় আলাদা স্টাইলিং টিম পেয়ে আসছেন তিনি।

তনি আরো বলেন অপেক্ষা করলে সময়মতো সকলের জন্যে বন্দোব্যাস্ত হয়। আর সেই কথা সুনেই নাকি অপমানিত বোধ করেন

তৃণা সাহা এর কিছুখন পরি সুটিং সেট ছেরে চলে যায় তৃণা সাহা। তিনি এও দাবি করেন যে, সোহীনরি ক্ষমা চাইতে হবে, একথা

সুনে অপর নাইকা এতে ঘোর আপত্তি জানান। অন্য দিকে এই দুই নাইকার ঝামেলা নিয়ে দিশেহারা মাতঙ্গী টিম সিরিজটিতে ইতিমধ্যই তৃনা সাহার ।

বর্তমানে অর্ধেকের বেশি সুটিং শেষ হয়েগেছে।তাই এই মুহুর্তে অন্য কাউকে নিয়ে কাজ করা সম্ভও না।তৃনা সাহা ও সোহীনি

সরকারের সাথে এ বিষয় নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে বা ফোন করা হলে ফোন তোলেনি তারাঅ। এদিকে তুচ্ছ

ঘটনার কারনে আটকে আছে মাতঙ্গী সিনেমার সুটিং। আর এই শুটিং ফের কবে নাগাদ শুরু হবে কেউ বলতে পারছে না।

MD Tofayel

View all posts

Add comment