ক্রিকেটের জগত থেকে 2020 সালে ওয়ান-ডে ম্যাচ খেলার মধ্যে দিয়ে অধিনায়ক হিসেবে বিদায় নেন খ্যাতো নামা একজন সুনাম ধন্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

তার পর থেকেই আধিনায়ক এর দায়িত্ব টি দেয়া হয় ওপেনার তামিম ইকবালকে। ঘরের মাঠে যথারীতি আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের

ওয়ান-ডে সিরিজের দায়িত্বে ছিলন তামিম ইকবাল। কিন্তু আকস্মিক ভাবে প্রথম ওয়ান-ডে ম্যাচের পরদিন ওয়ান-ডে ক্রিকেট ছাড়ার ঘোষনা দেন

এই ওপেনার ক্রিকেটার এবং তার অবর্তমানে কিছু দিনের জন্য অধিনায়কের দায়িত্ব পান ক্রিকেটার লিটন দাস।

ওয়ান-ডে ক্রিকেট ছাড়ার ঘোষনা দেবার পর দিন তামিম ইকবালকে ডেকে নেন গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তাকে ওয়ান-ডে ক্রিকেটে ফিরে

আশার নির্দেশ দেন তিনি এবং এশিয়া কাপের মধ্যে দিয়ে দলে ফিরে আশার কথা তামিম ইকবাল এর। অনেক দিন ধরেই ছুটিতে

আছেন তামিম ইকবাল বর্তমানে পরিবার নিয়ে দুবাই ছফরে আছেন তিনি বলে জানা গেছে। পরবর্তিতে সেখান থেকে উন্নত

চিকিৎসার জন্য লন্ডেনে যাবার কথা রয়েছে, তবে লন্ডন থেকে ফিরে আশার পর ওপেনার তামিম ইকবাল ওয়ান-ডে

অধিনায়ক থাকবে কিনা সে বিষয় নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা। গনমাধ্যম কে দেয়া একটি সাক্ষ্যাত কারে জানিয়েছেন

দেশের মাটিতে ফেরার পরে ক্রিকেট বোর্ডের সাথে বসবেন তিনি এবং একটা চুড়ান্ত সিদ্ধান্তে আসবেন।

বর্তমানে সেটির ওপরে অনেক কিছু নির্ভর করছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গনমাধ্যেম কে জানিয়েছেন তামিম ইকবালি থাকছে অধিনায়ক।

আরও পড়ুনঃ ক্লাস চলাকালিন সময় এক শিক্ষার্থী অসুস্থ অতপর মৃত্যু

( বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আরো বলেন তামিম ইকবালি হবে এবার বিশ্বকাপের অধিনায়ক তাতে

কোন সন্দেহ নেই। কোন না কোন কারনে তামিম খেলতে পারেনি সে জন্য লিটনকে অধিনায়ক দেয়া হয়েছিল।

তামিম ফিরে আসলে সেই থাকবে আর না আসলে অন্য কেউ থাকবে, তবে তামিমের পিঠের চোট আরো বেরেছে বলে তিনি জানিয়েছেন,

আর এজন্য ইংল্যান্ড গিয়ে চিকিৎসা করানোর কথা তার। অন্য দিকে আগামী মাসেই পাকিস্তান ও শ্রীলংকায় শুরু হবে

এশিয়া কাপ, তার পরি অক্টোবরে শুরু হতে চলেছে বিশ্বকাপ আর তাই তামিমের ইঞ্জরি বিসিবির জন্য চিন্তার বড় একটি কারন।

আরও পড়ুনঃ SSC পরীক্ষার পর অবসর সময় কি কি করা যেতে পারে ?

MD Tofayel

View all posts

Add comment