2020 সালের মাস্টার্স শেষ বর্ষে সাড়ে 52 হাজার শিক্ষার্থী এর বেশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে থাকা পরীক্ষায় মোট ফেল করেছে সাড়ে 52 হাজার শিক্ষার্থী এর বেশি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে থাকা মাস্টার্স শেষ বর্ষে পরীক্ষা দেবার জন্য মোট অংশ গ্রহন করেন 1 লক্ষ 83 হাজার 79 জন শিক্ষার্থি।

আর এসকল শিক্ষার্থিদের মধ্যে এবছর অর্থাৎ 2020 সালের মাস্টার্স শেষ বর্ষে মোট অংশ গ্রহন কারি.

শিক্ষার্থীর মধো পাশ করেছেন 1 লক্ষ 30 হাজার 489 জন শিক্ষার্থী। এ বছর গড়ে পাশের হার শতকরা 71 দশমিক 27 শতাংশ।

আরো পড়ুনঃ আগামী শুক্রবার প্রকাশিত হতে যাচ্ছে এসএসসি ফলাফল

যা প্রতি বছরের তুলনায় খুব একটা বেশি নয় বলে ধারনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে থাকা বিভিন্য কর্মকর্তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোঃ আতাউর রহমান গতকাল বুধবার

(২৬ জুলাই) বিকাল 3:30 মিনিট এর দিকে এ তথ্য জানায়। তিনি আরো বলেন 2020 সালের জাতীয়

বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা মাস্টার্স শেষ বর্ষের ফলাফল বুধবার (26 জুলাই) রাট ৮ টায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে।

এ ছারাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল ওয়েবসাইট গুলো রয়েছে যেমন WWW.nubd.into/result

লিখে সার্চ করলে শিক্ষার্থীরা তারা তাদের ফলাফল গুলো দেখতে পারবে। এদিকে ফলাফলের সার সংক্ষেপ

জনসংযোগ দফতর থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 2020 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে,

মাস্টার্স শেষ বর্ষে মোট অংশ নেন 1 লক্ষ 83 হাজার 79 জন শিক্ষার্থী। পাশ করেছেন 1 লক্ষ 30 হাজার

489 জন শিক্ষার্থী,এবং ফেল করেছে 52 হাজার 590 জন। এ সকল শিক্ষার্থী দের নিয়ে 122 টি কেন্দ্রে 176 কলেজে,

28টি বিষয়ের উপর পরীক্ষা নেয়।জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আশা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে

রাতে ফলাফল প্রকাশ করার পর প্রকাশিত ফলাফলের ভিতর,যদি কোন প্রকার ভুল ত্রুটি বা অসংগতি লক্ষ করা যায়,

তবে তা পুনরায় সংশোধন অথবা ফলাফল সম্পুর্নবাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রয়েছে।

MD Tofayel

View all posts

Add comment