দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর এক জরিপে উঠে এসেছে প্রথম 9 মাসে 404 জন শিক্ষার্থীর আত্মহত্যা করেছে। যার মধ্যে নারী শিক্ষার্থী রয়েছে 242 জন এবং পুরুষ শিক্ষার্থী রয়েছে 162 জন।

8 অক্টোবর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও আঁচল ফাউন্ডেশন এর গবেষক ডঃ ওহাব।

আরও পড়ুনঃ বিশ্বের সেরা 10 ধনী তালিকা প্রকাশ 2022 – Top 10 rich people

গবেষক ডঃ ওহাব আরো বলেন গত নয় মাসে শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবণতা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আত্মহত্যা করেছে প্রায় 404 জন শিক্ষার্থীর।

এর মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছে 57 জন , মাদ্রাসা শিক্ষার্থী 40 জন , স্কুল শিক্ষার্থী 219 জন এবং কলেজের শিক্ষার্থী রয়েছে 84 জন। আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে নারী শিক্ষার্থীদের সংখ্যা পুরুষের থেকে অনেক বেশি।

মূলত কেন শিক্ষার্থীরা আত্মহত্যা করছে অ্যাক্যাডেমি পড়াশোনার চাপ তাদের আত্মহত্যার পিছনে কতটুকু দায়ী তার সাথে আত্মহত্যা করার বিভিন্ন কারণ জানতেই এই জরিপ পরিচালনা করা হয়েছে বলে গবেষক জানান।

এই জরিপে অংশ নেয়া ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় 47 টি বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট 1 হাজার 640 জন শিক্ষার্থী।

জরিপে দেখা গেছে মানসিক স্বাস্থ্য শিক্ষা জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত মানসিক সুস্থতা বিষয়ক বেশ কিছু প্রশ্ন করা হলে শিক্ষার্থীদের উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে আত্মহত্যা কৃত শিক্ষার্থীদের জানিয়েছে তাদের নির্দিষ্ট শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত ভয় ও উদ্যোগের কারণে জীবনে প্রভাবিত করেছে।

এ গবেষণায় দৈনন্দিন আচার-আচরণ ও ব্যবহার পরিবর্তন যেমন মন খারাপ হওয়া ইত্যাদি বিষয়গুলো নিয়ে শিক্ষা জীবনের প্রভাব পড়েছে বলে জানিয়েছে শিক্ষার্থী।

 

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment