SSC বোর্ড রেজাল্ট 2023 ফেল থেকে পাস দিচ্ছে SSC চলতি বছর ফেল করেছে 4 লক্ষ 31 হাজার শিক্ষার্থী। এসব শিক্ষার্থীরা নানা কারনে পরীক্ষায় ফেল করেছে।

তবে তাদের ফলাফলে যদি কোন ভুলত্রুটি থাকে তবে তা পরিবর্তন করা যাবে। তবে এখানে ফলাফল পরিবর্তন

করার জন্যশিক্ষা মন্ত্রনালয়ের কাছে বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করতে হবে। পরো বর্তিতে শিক্ষা মন্ত্রনালয় তাদের

আবেদন গ্রহন করলেতাদের ফলাফল পরিবর্তন করা হবে। বিগতো বছর গুলোতে এই নিয়মে অনেক শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুনঃ কলেজ ভর্তি ২০২৩ কবে শুরু হবে ? অনলাইনে আবেদন

বোর্ড চ্যালেঞ্জ এর জন্য কোন শিক্ষার্থী যদি ভালো ভাবে আবেদন করেতে পারে তাহলে বোর্ড অবস্যই তার আবেদন গ্রহন করবে।

এবং তার পরীক্ষার খাতা গুলো পুনরায় আবার একবার দেখা হবে। গত কালকেই বোর্ড চ্যালেঞ্জ এর জন্য নোটিস

প্রকাশ করাহয়েছে, এবং সেখানে আবো বলা হয়েছে যে, কোন শিক্ষর্থী যদি তার কাঙ্খিত ফলাফলে অসন্তষ্ট হয়ে থাকে তা

হলে তারা বোর্ডের কাছে আবেদন করতে পারবে। তার আবেদনের উপর ভিত্তি করে বোর্ড কতৃপক্ষ খাতা গুলো পুনরায়

দেখে তাদের রেজাল্ট আবার প্রকাশ করবে। এখানে বলে রাখা ভালো,বোর্ড চ্যালেঞ্জ এর জন্য সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে

অর্থাৎ যার পাশ করেছে তারাও চাইলে আবেদন করতে পারবে,তাতে কোন প্রকার সমস্য তৈরি হবে না।

চলতি বছর শিক্ষার্থীদে একটি বিষয় জেনে রাখা উচিত সেটি হল এবছর এসএসসি শিক্ষার্থীদে,পাশের হার অনেক খারাপ হয়েছে।

তবে তার যথেষ্ট কারনো রয়েছে এ বছর অনেক সুযোগ সুবিধাই শিক্ষার্থীদে প্রদান করা হয়নি।

তবে এখন যদি শিক্ষার্থীদে বোর্ড চ্যালেঞ্জ এর জন্য কোন আবেদন করে তাহলে তার ফলাফল পরিবর্তন হতে পারে।

বোর্ড চ্যালেঞ্জ এর জন্যগত বছর প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষার্থী আবেদন করেছে। তাদের মধ্য থেকে বেস কয়েক হাজার

শিক্ষার্থীদে ফলাফল পরিবর্তন হয়ে অসছে। তবে সবার ফলাফল পরিবর্তন হয়ে আসবে এমন কোন কথা নেই সুধু মাত্র

যাদের খাতা গুলোতে ভুলত্রুটি রয়েছে তাদের রেজাল্টপরিবর্তন হয়ে আসর সম্ভবনা রয়েছে।

যাদের এসএসসি রেজাল্ট 2023 পরিবর্তন করার সুযোগ আছে কেবল মাত্র তাদের ফলাফল গুলো প্রকাশ করা হবে।

SSC বোর্ড চ্যালেঞ্জ 2023 আবেদন শুরু আগামী 29 জুলাই থেকে 04 আগস্ট পর্যন্ত, এই সময় এর মধ্যে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

সময় শেষ হয়ে গেলে পুনরায় আর কোন সময় দেয়া হবে না বলেও জানিয়েছে শিক্ষা বোর্ড। আবেদন গুলো যদি

শিক্ষার্থীরা ভালো ভাবে করে জমা দিতে পারে তাহলেই কেবল মাত্র তাদের খাতা গুলো বোর্ড পরীক্ষা নিরীক্ষা করে দেখবে,

আরও পড়ুনঃ কলেজ ভর্তি ২০২৩ কবে শুরু হবে ? অনলাইনে আবেদন

বোর্ড চ্যালেঞ্জ করলে কখনো কোন শিক্ষার্থীকে নাম্বর কমিয়ে দেয়া হয় না। তবে যাদের খাতায় তেমন কোন ভুল

ত্রুটি খুজে পাওয়া যাবে না তদের কে কোন প্রকার নাম্বর বারিয়ে দেয়া হবে না তাদের আগের রেজাল্ট বহাল থাকবে।

অন্য দিকে যাদের খাতায় বিভিন্য ভুল ত্রুটি খুজে পাওয়া যাবে তাদের নাম্বার গুলো পরিবর্তন করে বারিয়ে দেয়া হবে।

এখানে শিক্ষার্থীকে eকটি টেলিটক সিমের মাধ্যমে তাদের কে আবেদন করতে হবে এবং আবেদন ফি – হিসেবে 125 টাকা করে চার্জ কেটে নেয়া হবে।

নোটিসে আরো বলা হয়েছে টেলিটক সিম দিয়ে SMS এর মাধ্যেমে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আবেদন করতে পারবে।

MD Tofayel

View all posts

Add comment