চলতি বছরে একাদশ শ্রেনীর কলেজ পরিবর্তন বিষয় পরিবর্তন অথবা গ্রুপ পরিবর্তন করতে চাইলে এই মুহুর্তে তাদের জন্য
শিক্ষা মন্ত্রনালয় থেকে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে বিশাল সুযোগ। কলেজ শিক্ষার্থীরা একাদশ শ্রেনীতে ভর্তি হওয়ার কিছু দিন পর
বিভিন্ন কারনে তারা তাদের কলেজ পরিবর্তন বিষয়ের পরিবর্তন ও গ্রুপ পরিবর্তন করতে চায়। সেই কলেজ চেইজ নিয়ম দেখাবো।
কিভাবে কলেজ পরিবর্তন করবে শিক্ষার্থীরা
- কবে থেকে একাদশ শ্রেনীর অনলাইন অবেদন শুরু হবে ?
- কত টাকা করে লাকবে একাদশ শ্রেনীর অনলাইন আবেদনের জন্য
- কোন ভাবে কী বোর্ড পরবির্তন করা সম্ভব ?
- কলেজ ট্রন্সফার করার জন্য কত দিন সময় লাকবে ?
শিক্ষার্থীরা খুব সহজেই সকল কার্যক্রম শেষ করতে পারবে, শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রতি বছর তারা তাদের নির্ধারিত সময় এর
মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করে থাকেন, তবে বর্তমানে বেস কিছু বোর্ডের কার্যক্রম পরিচালনার কাজ শুরু করা হয়েছে।
একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের জন্য বিস্তারিত তথ্য আমরা এখানে জানিয়ে দিচ্ছি। বর্তমানে বেশ কিছু বোর্ডে একাদশ শ্রেনীর
কলেজ ট্রন্সফার করার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, এক্ষেত্রে একটি বোর্ডের অধীনে শিক্ষার্থীরা কলেজ পরিবর্তন করতে চাইলে
Online এর মাধ্যেমে আবেদন করতে হবে। কোন শিক্ষার্থী যদি এক বোর্ড থেকে অন্য আর একটি বোর্ডে ট্রান্সফার হতে চায়
তাহলে তাকে সরাসরি Online এর মাধ্যেমে আবেদন করতে হবে। আর কোন শিক্ষার্থী যদি গ্রুপ অথবা বিষয় পরিবর্তন করতে
চায় তাহলে তাকে অবশ্যই নিজ নিজ কলেজ বরাবর আবেদন করতে হবে। আর এ জন্য বোর্ডের কাছে কলেজ কতৃপক্ষের
কর্মকর্তারা কলেজের নিজস্ব পাচওয়াট ব্যাবহার করে আবেদন করবে, এজন্য শিক্ষার্থীকে অবশ্যই কলেজ কতৃক নিধারিত ফি
প্রদান করতে হবে। এজন্য শিক্ষা বোর্ড আলাদা আলাদা সময় তারা তাদের নির্ধারিত কার্যম গুলো শেষ করে থাকেন।
শিক্ষা বোর্ড থেকে বর্তমানে নতুন করে সময় দিয়েছে, TC প্রদানের জন্য ঢাকা বোর্ড থেকে এর আগে এক মাস সময় প্রদান
করলেও বর্তমানেতা প্রয় দুই মাস সময় প্রদান করে TC কার্যক্রম পরিচারনা করার জন্য। এখনে আরো বলা হয়েছে শিক্ষার্থীরা
যাতে অনলাইনের মাধ্যেমে আবেদন করে। তাহলে খুব সহজেই শিক্ষার্থীরা এক কলেজ থেকে অন্য কলেজে জেতে পারবে।
এছারা BTC মাধ্যেমে শিক্ষার্থীরা আবেদন করতে চাইলে ঢাকা বোর্ডের নির্ধারিত ফরমটি অবশ্যই ডাউনলোড করে নিতে হবে।
একাদশ শ্রেনীর কলেজ পরিবর্তন নির্ধরিত ফি এর তালিকা :
বিষয় পরিবর্তন | ২০০ টাকা |
গ্রুপ পরিবর্তন | ৮০০ টাকা |
অনলাইন টিসির অবেদন | ৭০০ টাকা |
বোর্ড ট্রান্সফারের অবেদন | ৭০০ টাকা |
ভর্তি বাতিল | ৬০০ টাকা |
তাছাড়া আরো কিছু বোর্ড টিসি কার্যক্রম প্রয়োজনে করা হচ্ছে সেগুল হলোঃ
- কুমিল্লা শিক্ষা বোর্ড
- দিনাজপুর শিক্ষা বোর্ড
- যশোর শিক্ষা বোর্ড
- সিলেট শিক্ষা বোর্ড
- ময়মনসিংহ শিক্ষা বোর্ড
Add comment