উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রমের চূড়ান্ত পর্যায়ের শিক্ষার্থীরা কলেজে গিয়ে সরাসরি ভর্তি হতে হয়।
যেখানে কলেজগুলোর শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কাগজপত্র নিয়ে থাকে। এক্ষেত্রে তাড়াহুড়া করে সে কাগজপত্রগুলো
শিক্ষার্থীরা কখনো সংগ্রহ করতে পারে না। তাই আগে থেকে জেনে রাখা উচিত কলেজ ভর্তির সময় তার কোন কাগজপত্র গুলো
দরকার হবে এবং কোন কোন কাগজ কপি করে নিয়ে যাবে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা কলেজ ভর্তির সকল তথ্য গুলো নিচে
তুলে ধরছি, যেখানে শিক্ষার্থীদের গুলো আগে থেকেই তৈরী করে রাখতে পারবে এবং কলেজ ভর্তির সময় নিয়ে যেতে পারবে।
চূড়ান্ত ভর্তি সময় দুইটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে কলেজ ভর্তির টাকা এবং সকল ডকুমেন্ট। আমরা কলেজ ভর্তি টাকা নিয়ে এর আগেও কথা বলেছি।
একাদশ ভর্তি কত টাকা লাগবে জানতে হলে এখানে ক্লিক করুন
একাদশ শ্রেণী ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তার তালিকা নিচে তুলে ধরা হলোঃ
- চূড়ান্ত ভর্তি ফরম তুমি যে কলেজে ভর্তি হবে তার অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং তা সঠিকভাবে পূরণ করে কলেজে জমা দিতে হবে।
- কিছু কলেজের ক্ষেত্রে ভর্তি ফরম অনলাইনে ওয়েবসাইটে পূরণের ব্যবস্থা রেখেছে।
- এসএসসি পাশে মূল মার্কশিট এবং এর তিন কপি ফটোকপি
- এসএসসি পাশের মূল প্রশংসাপত্র ও তিন কপি ফটোকপি
- এসএসসি পাস এর মূল প্রবেশপত্র ও তিন কপি ফটোকপি
- এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড ও তিন কপি ফটোকপি
- পাসপোর্ট সাইজের ছবি 4 থেকে 8 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি 4 থেকে 8 কপি
- একাদশ ভর্তি সিকিউরিটি কোড
- জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি
- পিতা বা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- মোবাইল নাম্বারটি সচল থাকবে
- কোটা সনদপ্রাপ্ত যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেছে তাদের জন্য
- ভর্তি নিশ্চায়ন জমা দিতে হবে
- পিতামাতার ডিফেন্স কর্মরত থাকলে তার ইউনিটের প্রত্যয়ন পত্র দরকার হবে
- ভর্তি নির্ধারিত ফি সাথে রাখতে হবে
[…] একাদশ শ্রেণী ভর্তি হতে কি কি কাগজ দরকা… […]