একাদশ শ্রেণির ভর্তি ২০২৩ সময় শিক্ষার্থীদের কি কি ডকুমেন্ট জমা দিতে হবে কলেজে তা নিয়ে আজকে আমরা কথা বলব। এই তথ্যগুলো শিক্ষার্থী জেনে নিতে হবে।
কারণ এই তথ্যগুলো যদি শিক্ষার্থীরা ভুল ভাবে জমা দেয় তাহলে পরবর্তীতে সমস্যা তৈরি হবে। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে
একাদশ ভর্তি ২০২৩ চূড়ান্ত ভর্তির দিনে শিক্ষার্থীদের কলেজে উপস্থিত থাকতে হবে এবং সেখানে তার সকল ডকুমেন্ট সাবমিট করে চূড়ান্ত ভর্তি হতে হবে।
আরও পড়ুনঃ এসএসসি মেধাবৃত্তি ও সাধারন বৃত্তি ২০২৩ ফলাফল প্রকাশ
ডকুমেন্টের সাথে কলেজের ভর্তি ফ্রি দিতে হবে। এক্ষেত্রে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। বিভাগ জেলা উপজেলা পথে আলাদা আলাদা ফি
এর মাধ্যমে মূলত এই ভর্তির নির্ধারণ করা হয়েছে , তাছাড়া সরকারি কলেজে ফ্রি এর পরিমাণ কম এবং বেসরকারি কলেজের পরিমাণ করা হয়েছে।
একাদশ ভর্তি ফি এর তালিকা নিয়ে তুলে ধরা

কি কি ডকুমেন্ট কলেজে জমা দিতে হবে তা হল
১ – এসএসসি রেজাল্টের মূল মার্কশিট অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্ট – দুই কপি ফটোকপি
২ -এসএসসি রেজাল্টের মূল প্রশংসাপত্র অর্থাৎ একাডেমিক টেস্টমনিয়াল – দুই কপি ফটোকপি
৩ – মূল প্রবেশপত্র অর্থাৎ এডমিট কার্ড – দুই কপি ফটোকপি
৪ – মূল রেজিস্ট্রেশন কার্ড – দুই কপি ফটোকপি
৫ – ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরম কলেজের অফিস কক্ষ থেকে সংগ্রহ করতে হবে। কিছু কলেজ অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম পূরণ করে থাকে।
৬ – মোবাইল নম্বর –
৭ – সিকিউরিটি কোড –
৮ – কোটায় ভর্তির ক্ষেত্রে কোটার সাথে প্রযোজ্য সকল ডকুমেন্ট জমা দিতে হবে
৯ – শিক্ষার্থী পাসপোর্ট সাইজের ছবি – 4 থেকে 6 কপি
১০ – শিক্ষার্থী স্ট্যাম্প সাইজের ছবি 2 থেকে 4 কপি
১১ – পিতা-মাতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের 2 থেকে 4 কপি ছবি
১২ – শিক্ষার্থী জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি – 1 কপি
১৩ – পিতা-মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
১৪ – পাট বিরতি সনদ – কলেজ যদি চায় তাহলে স্কুল থেকে সংগ্রহ করে দিতে হবে
Add comment