একাদশ ভর্তি দ্বিতীয় পর্যায়ের আবেদন কার্যক্রম বর্তমানের শুরু হয়েছে, শিক্ষার্থীরা এখন অনলাইনের মাধ্যমে আবেদনের অংশগ্রহণ করতে পারবে।
এখানে শিক্ষার্থীর 150 টাকা ফি দিয়ে সর্বনিম্ন 5 টি এবং সর্বোচ্চ 10 টি কলেজ আবেদন করতে পারবে। কিভাবে শিক্ষার্থীরা
আরও পড়ুনঃ
- একাদশ চূড়ান্ত ভর্তি কবে ? কি কি কাগজ লাগবে ? জানুন
- একাদশ-দ্বাদশ শ্রেণী সকল বিভাগের বইয়ের নাম – HSC Subject list
আবেদন করবে সেগুলো নিচে তুলে ধরছি । প্রথম পর্যায়ের যে সকল শিক্ষার্থীকে কলেজ পায়নি তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন
করতে পারবে, আবার যে সকল শিক্ষার্থী কলেজ পেয়েছে কিন্তু তাদের পছন্দ হয়নি তারাও দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন।
আবেদন কার্যক্রম সম্পন্ন বিষয়টি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। প্রথমত শিক্ষার্থীদের 150 টাকা ফি প্রদান করতে হবে,
বিকাশ নগদ সহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থী পেমেন্ট করে তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। পেমেন্ট না করলে আবেদন করা যাবে না।
পেমেন্ট করার পরবর্তী শিক্ষার্থীদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে, ওয়েবসাইট লিঙ্ক নিচে তুলে ধরা হলো – http://xiclassadmission.gov.bd/
সেখানে ভিজিট করে পরবর্তীতে এ্যাপলাই নাও বাটনের উপর শিক্ষার্থীদের ক্লিক করতে হবে, সেখানে শিক্ষার্থীর এসএসসির
রোল নাম্বার পরীক্ষার বোর্ডের নাম পরীক্ষার সাল এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে। এর পরবর্তীতে ভেরিফিকেশন পাঁচটি
সংখ্যা বসাতে হবে নেক্সট বাটনে ক্লিক করলে শিক্ষার্থী সকল তথ্য দেখাবে। এর পরবর্তী শিক্ষার্থীদের সাথে মিল পায় তাহলে নেক্সট বাটনে ক্লিক করে আবেদন কার্যক্রম শুরু করবে।
আরও পড়ুনঃ
- একাদশ চূড়ান্ত ভর্তি কবে ? কি কি কাগজ লাগবে ? জানুন
- একাদশ-দ্বাদশ শ্রেণী সকল বিভাগের বইয়ের নাম – HSC Subject list
প্রথমত শিক্ষার্থীকে জেনারেল সিলেক্ট করতে হবে বা মাদ্রাসা সিলেট করতে হবে, এর পরবর্তীতে নির্ধারিত জেলা নিজ সিলেক্ট
করতে হবে, পরবর্তীতে সেই জেলার সকল থানা সিলেট করলে শিক্ষার্থীর ওই থানার অধীনে সকল কলেজ গুলো দেখাবে।
এর পরবর্তী শিক্ষার্থীরা কলেজের উপর ক্লিক করলে কোন কলেজে কত আসন সংখ্যা খালি আছে অর্থাৎ এখনো ভর্তি হয়নি সে তথ্য গুলো দেখাবে।
এর পরবর্তী শিক্ষার্থী সেখান থেকে কলেজগুলো নির্বাচন করতে পারবে। এভাবে শিক্ষার্থী একটি একটি করে কলেজ তার লিস্টে
যোগ করবে এবং অবশেষে সাবমিট অপশনে ক্লিক করবে যদি শিক্ষার্থী সাবমিট করে ফেলে, তাহলে তার আবেদন কার্যক্রম সম্পন্ন হবে
এবং 10 তারিখ রাত আটটার মধ্যে শিক্ষার্থীদের আবেদন কার্যক্রম অংশগ্রহণ করতে হবে। যদি শিক্ষার্থী আবেদন কোন ভুল হয়ে থাকে তাহলে
সে আপডেট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে তা পরিবর্তন করার সুযোগ পাবে, আগামী 12 তারিখে দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।
আরও পড়ুনঃ
- একাদশ চূড়ান্ত ভর্তি কবে ? কি কি কাগজ লাগবে ? জানুন
- একাদশ-দ্বাদশ শ্রেণী সকল বিভাগের বইয়ের নাম – HSC Subject list
Add comment