অনেক শিক্ষার্থী ফেল করেছে! এইচএসসি পরীক্ষা ২০২৩ খাতা দেখার পরে এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি শিক্ষকদের কাছ থেকে।
কোন বিষয়ে সবচেয়ে বেশি ফেল করেছে সে বিষয় নিয়ে আমরা কথা বলব। আমরা কয়েকজন শিক্ষকের
সাথে কথা বলে ছিলাম যারা কিনা বিজ্ঞান গ্রুপ সাবজেক্ট এর খাতা দেখেছে। আবার কয়েকজন শিক্ষক
আরও পড়ুনঃ এইচএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে ?
বাণিজ্য বিভাগের গ্রুপ সাবজেক্টে খাতা দেখেছে আবার কিছু শিক্ষক মানবিক বিভাগের সাবজেক্ট এখানে দেখেছেন।
আমরা এ ব্যাপারে কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে তোমাদের জন্য এই তথ্যগুলো জানতে পেরেছি।
এইচএসসি 2023 নিয়ে আর পড়ুনঃ
- HSC Result 2023 Published Time
- MCQ অনেক ফেল – কিন্তু কেনো ? এইচএসসি পরীক্ষা ২০২৩
- যেভাবে এইচএসসি পরীক্ষা ২০২৩ খাতায় নম্বর দিচ্ছে শিক্ষক
- এইচ এস সি রেজাল্ট ২০২৩ কিভাবে দেখা যাবে ?
মানবিক বিভাগের বিষয় খাতা কিরকম ভাবে দেখা হয়েছে –
যে সকল শিক্ষক মানবিক বিভাগের খাতাগুলো দেখেছে বিশেষ করে যুক্তিবিদ্যা ইতিহাস অর্থনীতি ইসলামী ইতিহাস পৌরনীতি ভূগোল।
পরীক্ষক গন জানিয়েছে পরীক্ষার খাতা অনেক সুন্দর ভাবে দেখা হয়েছে। শিক্ষার্থীরা পর্যাপ্ত লিখতে পেরেছে,
আমরা অনেক নম্বর দিয়েছি। তবে এখানে পাশের হার অনেক ভালো এসেছে। কিন্তু এ প্লাস সংখ্যা তুলনামূলক অনেক কম।
কারণ মানবিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ভালোভাবে সৃজনশীল লেখা এবং তথ্য প্রমাণ উপস্থাপন করে সৃজনশীল উপস্থাপন করা।
কিন্তু অনেক শিক্ষার্থী তা করতে না পারার কারণে তারা পাশ করতে পেরেছে। কিন্তু ভালো ফলাফল খুব কম শিক্ষার্থী করতে পেরেছে, এক্ষেত্রে কয়েকজন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে।
ব্যবসা বিভাগের খাতা কিরকম দেখা হয়েছে –
ব্যবসা বিভাগের যে সকল খাতা রয়েছে তার মধ্যে ফিনান্স এবং হিসাববিজ্ঞানের খাতা একটু কঠিনভাবে দেখা হয়েছে।
শিক্ষার্থীরা পর্যাপ্ত লিখতে পারলো, ভালোভাবে পাস করতে পারছিল না। কারণ এখানে প্রচুর ম্যাথ রয়েছিল।
এক্ষেত্রে আমরা শিক্ষার্থীদেরকে যথেষ্ট সহযোগিতা করেছি, পাশ করে দেওয়ার যে সকল শিক্ষার্থী শুধুমাত্র ঘরে রেখে এসেছে।
তাদেরকে আমরা এক নম্বর দিয়েছি, এভাবে আমরা পাশ করে দিয়েছি। তবে এখানে অনেক শিক্ষার্থী এ প্লাস পেয়েছে,
যেহেতু একটি অংক হলে শিক্ষার্থী ১০ নম্বর পাবে। সে দৃষ্টিকোণ থেকে অনেক এ প্লাস পেয়েছে।
তাছাড়া উৎপাদন ব্যবস্থাপনা এবং ব্যবসায় সংগঠন নিয়ে তারা বলে এ বিষয়ে তারা একদম খারাপ ফলাফল করেনি,
মোটামুটি ফলাফল সবাই করেছে। তবে এ প্লাস পাওয়ার সঙ্গে তুলনামূলক এই সাবজেক্ট গুলোতে একটু কম।
বিজ্ঞান বিভাগের খাতা যেভাবে দেখা হয়েছে –
বিজ্ঞান বিভাগের খাতা বিশেষ করে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত প্রথম পত্র খাতা অনেক কঠিন করে দেখা হয়েছে।
অনেক শিক্ষার্থী এখানে ফেল করেছে, তবে অনেক এ প্লাস পেয়েছে। তবে ফেল এর সংখ্যা তুলনামূলক অনেক বেশি।
শিক্ষকরা বলছে প্রশ্নপত্র কঠিন হওয়ার কারণে হয়তোবা শিক্ষার্থীরা বুঝতে না পারার কারণে ফেল করেছে।
তবে আমরা চেষ্টা করেছি তাদেরকে একবার দুই নম্বর বাড়িয়ে পাশ করে দেওয়ার। তাছাড়া এই সকল বিষয়ের দ্বিতীয় পত্রের ক্ষেত্রে
শিক্ষার্থীর অনেক ভালো ফলাফল করেছে, এক্ষেত্রে যে সকল শিক্ষক দ্বিতীয় পত্র দেখেছি তার এই বিষয়টি নিশ্চিত করেছে।
Add comment