উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।

বর্তমানে ফলাফল তৈরি করা হচ্ছে, এক্ষেত্রে ফলাফল কবে প্রকাশ করা হবে সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ফলাফল প্রকাশের বিষয়টি মন্ত্রণালয় থেকে দেখা হয়ে থাকে। মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান ফলাফল কত তারিখে দেওয়া হবে।

আরও পড়ুনঃ

এর আগে ফলাফল প্রস্তুত প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরীর কাজ চলমান রয়েছে,

যে সকল বিষয়ে লিখিত পরীক্ষা হয়েছিল তার নাম্বার ইতিমধ্যে শিক্ষকরা বোর্ডের কাছে পাঠিয়েছেন। অনেকগুলো বিষয়

নাম্বার এখনো প্রক্রিয়াধীন রয়েছে খুব শীঘ্রই সে নম্বরগুলো বোর্ডের কাছে চলে আসবেন। এর পরবর্তী ফলাফল তৈরি কাজ পরিপূর্ণভাবে শেষ করা হবে।

এরমধ্যে লিখিত বিষয় গুলো শেষ করে ব্যবহারিক পরীক্ষা নম্বর চলে এসেছে, গত 13 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শেষ হয়েছে।

এর পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছিল। যে সকল শিক্ষক এইচএসসি পরীক্ষায় খাতা দেখেছে তাদের সাথে আমাদের কথা হয়,

তারা জানায় বছরে তারা শিক্ষার্থীদের কে ভালো নম্বর দিয়েছে যারা সম্পূর্ণ সঠিক লিখতে পেয়েছে তাদেরকে সম্পূর্ণ নম্বর দেয়া হয়েছে।

যারা কিনা অল্প নম্বর লিখতে পেরেছি তাদেরকে অল্প দিয়ে নম্বর দেয়া হয়েছে এবং যারা ভুলে গেছে তাদেরকে কিছুটা নম্বর দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ

কিন্তু যারা একদমই লিখতে পারেনি তাদেরকে নম্বর দেওয়া সম্ভব হয়নি। তাছাড়া যেসব শিক্ষার্থী সব মিলিয়ে এক বা দুই নম্বরের

কারণে ফেল করেছে তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে পাস করিয়ে দেওয়ার। অন্যদিকে নৈব্যক্তিক প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে

নৈব্যক্তিক সকল বিষয়টি শিক্ষাবোর্ড দেখবে, এখানে কোন নম্বর বাড়িতে সম্ভব নয়। স্বাভাবিক নিয়মেই নম্বর যোগ করে

ফলাফল প্রকাশ করা হবে, কবে ফলাফল প্রকাশ করবে জানতে চাওয়া হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় কাছে, শিক্ষা বোর্ডের অধীনে

প্রায় 12 লক্ষ শিক্ষার্থী ফলাফল তৈরি করছে। তারা ফলাফল তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিবে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়

থেকে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে, প্রধাণমন্ত্রীর যেদিন সময় হবে সেদিন আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করা হবে।

আশা করা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে ফলাফল প্রকাশ করা হবে। সেরকম ভাবেই সকল প্রস্তুতি নেয়া হচ্ছে,

যদি কোন সমস্যা না হয় তাহলে প্রধানমন্ত্রী যদি সম্মতি দেয় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করা হতে পারে।

আরও পড়ুনঃ

বিকল্প নিউজ ডেস্ক

View all posts

Add comment